বিচ্ছেদের গুঞ্জনের পর ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে পুরনো ছবি ফিরিয়ে আনলেন ধনশ্রী
Dhanashree brings back old photos with husband on Instagram after divorce rumors

Truth Of Bengal: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ও কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা তার ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা পুরনো ছবিগুলো আবার ফিরিয়ে এনেছেন। উল্লেখ্য, চাহালকে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আরজে মহভাশের সঙ্গে দেখা যায়। আর তারপরেই ইনস্টাগ্রামে ধনশ্রীর পুরনো পোস্ট ফিরিয়ে আনাতে শুরু হয়েছে নতুন চর্চা।
কিছুদিন আগে ধনশ্রী তার ইনস্টাগ্রাম থেকে চাহালের সঙ্গে সব ছবি মুছে ফেলেন, যা তাদের বিচ্ছেদের গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। তবে এখন তাদের বিভিন্ন বিশেষ মুহূর্তের ছবি—ডেট, ঘোরাঘুরি, ব্র্যান্ড প্রোমোশন এবং বিয়ের মুহূর্ত—আবার তার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যাচ্ছে।
সোমবার, সোশ্যাল মিডিয়ায় চাহাল ও মহভাশের ছবি ভাইরাল হওয়ার পর ধনশ্রী ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেন। তার স্টোরিতে লেখা ছিল, “নারীদের দোষ দেওয়া সবসময়ই ট্রেন্ডে থাকে।”
ধনশ্রী ও চাহাল ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা একসঙ্গে অনেক মজার ইনস্টাগ্রাম রিল বানাতেন, যা ভক্তরা বেশ উপভোগ করতেন। ধনশ্রী জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-তেও অংশগ্রহণ করেন এবং প্রায়ই চাহালকে মাঠে গিয়ে সমর্থন করতেন।
তবে ২০২৪ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। ধনশ্রীর আইনজীবী, অ্যাডভোকেট অদিতি মহোনি, সম্প্রতি ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন যে, “তাদের বিচ্ছেদের মামলা এখন আদালতে রয়েছে, এবং এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। মিডিয়াকে অনুরোধ করব যাচাই-বাছাই করে সঠিক তথ্য প্রকাশের জন্য, কারণ অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে।”
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ধনশ্রী ৬০ কোটি টাকা আলিমনি দাবি করেছেন। তবে তার পরিবার এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে ভক্তদের অনুরোধ করেছে যেন কেউ ভুয়া খবর না ছড়ান।