সৃজিতের কাছ থেকে বার্থডে গিফট পেলেন দেব! চমকে গেল ভক্তকূল
Dev’s Next Film Tekka Poster Release

The Truth of Bengal: প্রধানের সাফল্যের রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এল দেবের আপকামিং ছবির প্রথম ঝলক। বলা ভালো, দেবের জন্মদিনে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পক্ষ থেকে এল ধামাকাদার উপহার। প্রকাশ্যে এল নতুন ছবি ‘টেক্কা’র পোস্টার। যার পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। আপকামিং এই ছবিটি মূলত থ্রিলার ঘরনার। ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে।
এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। অর্থাৎ সৃজিতের টেক্কা হতে চলেছে টলিউডি রিইউনিয়নের ছবি। বেশ কয়েক মাস আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে তাঁর প্রযোজনা সংস্থার অফিস থেকে একটি ছবি পোস্ট করেছিলেন দেব।
সঙ্গে পোস্টে লিখছিলেন, ‘অবশেষে… আমরা আসছি ২০২৪ সালে’। ব্যস, এই পোস্ট দেখেই হইচই শুরু হয়েছিল। এবার সেই জল্পনায় সিলমোহর দিল টেক্কা। আগামি বছর জানুয়ারি থেকেই নাকি শুরু হবে এই ছবির শুটিং। ২০২৪-এর পুজোতেই মুক্তি পাবে সৃজিতের এই হাই ভোল্টেজ ছবি। এবার টেক্কা নিয়ে দেব-সৃজিত জুটি আগামি বছর পুজোর মরশুমে টলিউডের অন্যন্য পরিচালকদের টেক্কা দিতে চলেছে তারই শুভসূচনা হল দেবের জন্মদিন থেকেই।
Free Access