বিনোদন

Chandu Champion Screening: মুক্তির আগেই বিশেষ স্ক্রিনিং নিয়ে হাজির চন্দু চ্যাম্পিয়ন, উপস্থিত ছিলেন কারা?

Chandu Champion Screening: Chandu Champion appeared with a special screening before the release, who was present?

The Truth Of Bengal: কার্তিক আরিয়ান একেবারেই প্রস্তুত তাঁর ২০২৪ মরশুমের প্রথম সিনেমা নিয়ে। ১৪ তারিখ বড় পর্দায় রিলিজ করতে চলেছে ‘চন্দু চ্যাম্পিয়ান’ সেখানেই অভিনেতাকে প্রথম কোনও বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে। তার আগে বৃহস্পতিবার আয়োজিত এক বিশেষ স্ক্রিনিং’এ চাঁদের হাট! উপস্থিত গোটা বলি-পাড়া। কে উপস্থিত ছিল না সেইদিন? বলা দায়!

যেখানে প্রথমেই সকলের নজর কেড়েছিলেন সিনেমার মুখ্য ভুমিকায় যিনি রয়েছেন, কার্তিক আরিয়ান এদিন একেবারেই চন্দু চ্যাম্পিয়ানের মতোই অ্যাটিটিউড নিয়ে উপস্থিত হন। এদিন অভিনেতার পড়নে ছিল ব্লু ডেনিমের সঙ্গে ব্ল্যাক এবং গ্রে রঙের চেক শার্ট। এন্ট্রি নিয়েই এদিন অভিনেতাকে শাটারবাগদের সামনে পোজ দিতে দেখা যায়। যার পর সেখানে দেখা যায়, যাকে কেন্দ্র করে এই সিনেমা। যার জীবনকাহিনী নিয়ে এই সিনেমা, তিনি আর কেও নন তিনি ভারতের প্রথম প্যারা অলিম্পিকে জয় লাভ করা প্রথম গোল্ড মেডেলিস্ট মুরলিকান্ত পেটকার। যিনি পরবর্তীকালে ভারতীয় সেনায় নিজেকে নিজুক্ত করেন।

তাছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন, আরও অনেকেই। বিশেষ স্ক্রিনিং-এ হাজির হন শক্তি কন্যা অনন্যা পাণ্ডেও। সিনেমাটি দেখার পর তাঁর প্রতিক্রিয়া শেয়ার করে ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে অভিনেত্রী লেখেন, “অসামান্য. এটা বিশ্বাস করতে হলে দেখতে হবে! @kartikaaryan @kabirkhankk (লাল হার্ট ইমোজিস) এবং সমস্ত কাস্ট এবং ক্রু!” কিছুদিন আগেই খবর মিলেছিল ‘ড্রিম গার্ল ২’ এবং ‘খো গ্যায়ে হাম কাহা’ এর অভিনেত্রী অনন্যা’কে দেখা যাবে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’তেও অভিনয় করতে।

কার্তিকের এই নতুন সিনেমাটি ১৪ তারিখ রিলিজ করছে বড় পর্দায়। এবার সিনেমাটি সাধারণ মানুষের মনে ওপর কি প্রভাব ফেলবে সেটাই দেখার।

 

Related Articles