
The Truth of Bengal: দুই ব্যোমকেশে মুখোমুখি তবে দ্বৈরতে নয়। কথায় আছে বাঙালি নাকি কাঁকড়ার জাত একে অন্যের সাফল্য দেখতে পারে না। কিন্তু টলিউডে ঘটল নজিরবিহীন ঘটনা। দেবের ট্রেলার লঞ্চে হাজির হলেন সৃজিত-অনির্বাণ-সোহিনী।গত কয়েক মাসের দ্বন্দ্ব, সমালোচনা, রেষারেষি ভুলে দেবের হয়ে গলা ফাটালেন সৃজিত-সোহিনি-অনির্বাণরা। ছবি ও সিরিজের কলাকুশলীদের মতে টলিউডের ইতিহাসে এই ঘটনা প্রথম। অনেকেই বলে টলিপাড়ায় নাকি ঐক্যের অভাব। কিন্তু বৃহস্পতিবার নিন্দকদের পাল্টা জবাব দিল ইন্ডাস্ট্রি।
দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান দেখে অনেকেই মনে করছেন সেই কথা। শরদিন্দু বন্দ্যোপাধ্যয়ের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্যকে ১১ অগাস্ট বড় পর্দায় নিয়ে আসছেন দেব। প্রথমবার ব্যোমকেশের চরিত্রে টলিউড সুপারস্টার। সেই নিয়ে কম কটূক্তি শুনতে হয়নি দেবকে।তবে সব সমালোচনাকে দূরে সড়িয়ে বৃহস্পতিবার মুক্তি পেল দেবের আসন্ন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ট্রেলার। আর ট্রেলার লঞ্চের ইভেন্টে একজোট টলিপাড়ার দুই ব্যোমকেশ শিবির।
বৃহস্পতিবার বিকেলে এক পাঁচতারা হোটেলে দেব অভিনীত এবং বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে। এই অনুষ্ঠানে সঞ্চালক মঞ্চে ব্যোমকেশের টিমকে ডাকতেই মঞ্চে এসে হাজির হলেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার-সহ সৃজিত মুখোপাধ্যায় সঙ্গে প্রযোজক শ্রীকান্ত মোহতাও। তারপর স্বয়ং সৃজিতই ডেকে মঞ্চে ডেকে নিলেন দেব, রুক্মিণী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য এবং পরিচালক বিরসা দাশগুপ্তকে। সৃজিত জানালেন, তাঁদের মধ্যে ঝগড়ার যে বিষয়টি বলা হয় তার অনেকটাই ভুল। আসলে তাঁরা সবাই একই পরিবারেরই অংশ।