
The Truth Of Bengal : অর্জুন অশোকন একটি পুরনো প্রাসাদে প্রবেশ করছেন। আচমকা, ঘোর অন্ধকারের মধ্যে একটা পাগলামি হাসি শুনে ভয় পেয়ে যান তিনি। এরপর কি………ভাবছেন কোনো ভুতুরে গল্প নিয়ে বসেছি, আদতে তাই। তবে এই গল্প আমি নয় বলবেন পরিচালক রাহুল সদাসিভান, তাঁর আসন্ন ছবি ব্রমায়ুগমের মধ্য দিয়ে।
এবারে আসল বিষয়ে আসা যাক। আপনারা সকলেই জানেন, মামুটি মালায়ালাম চলচ্চিত্র শিল্পের কিংবদন্তি অভিনেতাদের একজন। রাহুল সদাসিভান পরিচালিত তার বহুল আলোচিত প্যান-ইন্ডিয়া ফিল্ম ব্রমযুগমের নিয়ে এবার তিনি আসতে চলেছেন। প্রকাশিত হয়েছে তারই টিজার।
FREE ACCESS