বিনোদন
Trending
মার্চেই মুক্তি পাবে ‘বনবিবি’, সানাইয়ের গলায় ‘বন্য প্রেমের গান’
'Bon Bibi' will be released in March, 'Wild love song' sung by Sanai

The Truth Of Bengal: রাজদীপ ঘোষ পরিচালিত বনবিবি ছবিটি মুক্তি পাবে মার্চের ৮ তারিখে। এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন পার্নো মিত্র। এছাড়াও বনবিবির চরিত্রে দেখা যাবে সোহিনি সরকারকে। সুন্দরবনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবিটি। সম্প্রতি সামনে এল ছবির একটি গান বন্য প্রেমের গান। সপ্তক সানাই দাশের গাওয়া এই লোকগানটি কেমন হল সেটাই এবার দেখে নেওয়া যাক।
FREE ACCESS