
The Truth of Bengal: গত বছর মুক্তি পেয়েছিল ‘বোধন’। এবার সামনে এল সিরিজের দ্বিতীয় ভাগ। বোধন-টু। একটি জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্মে ২২শে ডিসেম্বর মুক্তি পেয়েছে বোধন সিজন টু। মোট ৬টা এপিসোডে সাজানো হয়েছে এবারের পর্বটি। তবে, এবারের সিরিজটি একটি সোশ্যাল থ্রিলারের রূপ দেওয়া হয়েছে। তবে, কিছু চরিত্র এক থাকলেও এই গল্পটি একেবারেই আলাদা।
এই গল্পে দেখানো হয়েছে যে ঋজু এবং রাকা বর্তমানে বিবাহিত। শহর থেকে আড়াইশ কিলোমিটার দূরে ইপিলপুরে একটি ব্রিজ ভেঙে পড়েছে। সেটার তদারকিতে ডিভিশনাল কমিশনার হিসেবে যাচ্ছেন ঋজু।সঙ্গে রয়েছে রাকা। কাজ ও মধুচন্দ্রিমার তাদের প্ল্যান অল্প সময়েই বিভীষিকা হয়ে ওঠে। এমপি সত্যপ্রকাশ ও তার ছেলে সুখেনের তাণ্ডবে। প্রকাশ্যেই নারী পাচারের কারবার করে সুখেন ও তার দলবল।ঘটনাচক্রে রাকাকেও যৌন হেনস্তার মুখে পড়তে হয়। এরপর কী কী ঘটে এবং তাঁদের জীবন কোনদিকে মোড় নেয় সেটা নিয়েই এগোবে এই সিরিজের প্রতিটা পর্ব।
নতুন এই সিরিজ সম্পর্কে প্রথমেই যে কথাটি বলা প্রয়োজন তা হল অসাধারণ শুটিং লোকেশন। সঙ্গে রাকার ভূমিকায় সন্দীপ্তার সাবলীল অভিনয়। ধীর গতিতেই সিরিজ শুরু হয়েছিল।রাকার স্বামীর চরিত্রে কৌশিক রায়ের বউয়ের পাশে দাঁড়ানো ছাড়া বিশেষ কিছু করার ছিল না।এদিকে গল্প যতো এগিয়েছে, তার গতি ততই বেড়েছে।বিশেষ করে সুখেনের চরিত্রে ইন্দ্রাশীষের এন্টির পর থেকেই গল্পের গতি প্রকৃতির পরিবর্তন হয়। উঠে আসে নারী পাচারের বিভিন্ন কার্যকলাপ ও দুর্নীতি। সুখেনের চরিত্রে সংলাপ বলা থেকে অভিনয় সবেতেই ছাপিয়ে গেছেন ইন্দ্রাশীষ রায়।এছাড়াও সিরিজে রয়েছেন সম্পূর্ণা মণ্ডল, সৌমি চট্টোপাধ্যায়, সপ্তর্ষি রায়, দেবদত্ত রাহা।
গত বারের মতো এবারেও এক অসম লড়াইয়ের সম্মুখীন হয়েছে রাকা ও তাঁর পরিবার। সিরিজের ট্রেলারেই বেশ স্পষ্ট হয়ে গিয়েছিল যে পরিচালক অদিতি রায় এই সিজনটিতে রাকার লড়াইকে আরও কঠিন করে দেখিয়েছেন। সেই লড়াইয়ের রাকা কীভাবে মোকাবিলা করবে, তাই জানতে অবশ্যই দেখতে হবে বোধন-টু।