বিনোদন
Trending

মা তো, তাই সবটাই বোঝে, আসছে এক মায়ের গল্প, আসছে ‘বিজয়া’

Bijoya Series Announcement

Thr Truth Of Bengal: এবার সিনেমার বোল্ড অবতার ছেড়ে একেবারে অন্য রূপে, অন্যভাবে আসছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আসছেন মায়ের রূপে। এবার তারই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হল। একটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে আসছে বিজয়া। তারই অ্যানাউন্সমেন্ট ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকাকে একেবারে অন্য রূপে।

প্রকাশ্যে এসেছে তাঁর ফার্স্ট লুকও। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে তিনি ফোনে কথা বলছেন তার সন্তানের সাথে। তাদের কথপোকথনের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয় এক মেয়ে আর মায়ের খুনসুটি। কখনো রাগ, কখনো অভিমান তো আবার কখনো রাগ ভাঙ্গানোর পর্ব। মা তো, তাই তাদের সাথে সবটাই যেন ভালো লাগা। তবে মা শুধু নিজের সন্তানের জন্য নয়, শুটিং ফ্লোরের ছেলেপুলেদের সাথেও মা যেন মাই থাকে।

আবার শুটিং ফ্লোরের সকলের খেয়াল রাখা। মা তো, তারা সব বোঝেন। এই সিরিজে নামভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে। এছাড়াও আছেন সাহেব চট্টোপাধ্যায়, ও দেবদত্ত রাহা। চলতি মাস অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি।

Related Articles