অনন্ত-রাধিকার বিয়ের আসরে গান গাইবেন বিশ্বসংগীতের বড় তিন তারকা
Big three stars of world music will sing at Anant-Radhika's wedding ceremony

The Truth Of Bengal : মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠান চলছে বেশ কয়েক মাস ধরেই। তাঁদের প্রাক্–বিবাহের প্রথম ও দ্বিতীয় অনুষ্ঠানে রীতিমতো তারার মেলা বসেছিল।১২ থেকে ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বিয়ের মূল আনুষ্ঠান। মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজনে বসবে তারার মেলা।অনন্ত ও রাধিকার বিয়েতে পারফর্ম করতে পারেন বিশ্বসংগীতের বড় তিন তারকা অ্যাডেল, ড্রেক ও লানা দেল রে।জানা গেছে, এই তারকাদের সঙ্গে এখন আলোচনা চলছে।
সূত্রের খবর, তিন তারকার অনন্ত ও রাধিকার বিয়েতে পারফর্ম করার ব্যাপারটি অনেকটাই নিশ্চিত।এরই মধ্যে বিয়ের নিমন্ত্রণপত্র অতিথিদের কাছে পৌঁছাতে শুরু করেছে। তবে এই নিমন্ত্রণ জানানো হয়েছে সোনালি রঙের একটি বাক্স পাঠিয়ে। চকচকে এই বাক্সে ছিল শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার ছোঁয়া।গত ২৯ জুন আম্বানির মুম্বাইয়ের বাসভবনে অন্তত ও রাধিকার বিয়ের মূল আনুষ্ঠান শুরু হয়েছে। ১২ জুলাই চার হাত এক হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের অনুষ্ঠানটি চলবে তিন দিন ধরে। বিয়ের পরদিন হবে শুভ আশীর্বাদ ও মঙ্গল উৎসব। আর এর পরদিন রিসেপশন পার্টি।