
The Truth of Bengal: আমেরিকান সুপারহিরো টেলিভিশন সিরিজ দ্য বয়েজের চতুর্থ সিজন আসছে এক মাসের মধ্যে। এরই মাঝে এল এই সিজনের ট্রেলার। নৈতিক দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হওয়া বা ভাল মন্দের লড়াই উঠে এসেছে এই সিজনে, সর্বোপরি বিশ্ব কে বাঁচানোর সম্মিলিত প্রচেষ্টায় দা বয়েজ ইতিমধ্যেই ওয়েব দুনিয়ায় আলাদা জায়গা করে নিয়েছে। ট্রেলারের কিছু ঝলক রইল আপনাদের জন্য।
এমি-জয়ী গ্লোবাল হিট ড্রামা সিরিজ দ্য সুপারহিরো স্যাটায়ার এর চতুর্থ সিজনের প্রিমিয়ার হবে আগামী 13 জুন তিনটি পর্ব সহ, মূলত একটি সাপ্তাহিক ড্রপ আপ চলবে 18 জুলাই পর্যন্ত। দ্য বয়েজ গার্থ এনিস এবং ড্যারিক রবার্টসনের দ্য নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলিং কমিকের উপর ভিত্তি করে তৈরি এই সিরিজ। দুই মিনিট-48-সেকেন্ডর এই ট্রেলারে কি মনে হচ্ছে?…বলা যায়, চতুর্থ সিজনে এই বয়েজ গ্যাং যে আগের সিজন গুলো থেকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা এই কয়েক মিনিটের ঝলকের স্পষ্ট।