‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ভার্সেস ‘ময়দান’, ইদে সম্মুখ সমরে অজয় ও অক্ষয়
'Bade Miyan Chote Miyan' vs 'Maidaan' on Eid

The Truth Of Bengal : চলতি বছর ইদে মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের স্পোর্টস ফিল্ম ময়দান। এর আগে বিভিন্ন কারণে বারবার ছবির মুক্তির তারিখ পিছিয়ে গেলেও এবার ইদের মরশুমেই মুক্তি পাবে ছবিটি। সেক্ষেত্রে অক্ষয়কুমারের বড়ে মিঞা ছোটে মিঞার সঙ্গে জোর টক্কর হতে চলেছে ছবিটির।
ভারতীয় ফুটবলের কিংবদন্তী কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবন উঠে আসবে ময়দান বায়োপিকটিতে। ১৯৫০ থেকে ১৯৬৩ সালের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে ছবিটিতে। ভারতীয় ফুটবলের সেই স্বর্ণযুগ এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অজয় দেবগণ। ২০২০-তে কলকাতার ময়দানে এই ছবির শুটিং হয়েছিল। কিন্তু, তারপর লকডাউনের কারণে এই ছবির মুক্তি পিছিয়ে যায়। এমনকি গতবছর মুক্তির কথা থাকলেও শেষপর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এবার ইদের সময় এপ্রিল মাসেই ছবি মুক্তির দিন স্থির হয়েছে।
সেক্ষেত্রে ময়দান-কে কড়া চ্যালেঞ্জ দিতে প্রস্তুত বলিউড খিলাড়িকুমার অক্ষয়। কারণ ঐ সময় মুক্তি পেতে চলেছে অক্ষয়কুমার ও টাইগার শ্রফ অভিনীত বড়ে মিঞা ছোটে মিঞা। আলি আব্বাস জাফর পরিচালিত এই অ্যাকশন মুখর ছবিটি স্কটল্যান্ড থেকে শুরু করে লন্ডনের মতো একাধিক বিদেশি লোকেশনে শুটিং হয়েছে। ফলে আগে থেকেই এই ছবি ঘিরে একটা প্রত্যাশার পারদ চড়েছে। ফলে, ইদের বক্স অফিস লড়াইয়ে বলিউডের এই দুই বিগ তারকার মধ্যে সাফল্যের মুখ কে দেখবে, তা কেবল সময়ই বলবে ৷
FREE ACCESS