বিনোদন

অলিম্পিকের ভুয়ো পোস্ট করে হাসির খোরাক অনুপম খের, পরে সাফাইয়ের চেষ্টা

Anupam Kher laughs at fake post of Olympics, tries to clean up later

The Truth Of Bengal: অলিম্পিকে বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো পদক জিততে না পারলেও অন্যদিকে প্রায় অলিম্পিকেই পদক ভারতের ঝুলিতে । ২০২৪ এর চলমান  অলিম্পিকেও তার ব্যতিক্রম হল না, রবিবার ইতিমধ্যেই দেশকে শ্যুটিংয়ে ইতিহাসিক ব্রোঞ্জ এনে দিয়েছিলেন ২২ বছরের তরুণ তুর্কি মনু ভাকর।  আর এসবের মাঝে আলোচনার শিরোনামে থাকলেন অনুপম খের।অলিম্পিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি  ভুল তথ্য পরিবেশন করে  হাসির খোরাক হলেন অভিনেতা অনুপম খের। বর্ষীয়ান এই অভিনেতা গেরুয়া শিবির ঘনিষ্ঠ ।

অভিনেতা শনিবার অলিম্পিক প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ৪X ৪০০ মিটার রিলে প্রতিযোগিতার পুরোনো একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, ‘ফাইনালে ভারত! জয় হিন্দ’। হ্যাশট্যাগে দেখা যায়, অলিম্পিক গেমস। পরে জানা যায় আসলে অলিম্পিকের এই পোস্ট ভুয়ো। এই ভিডিয়ো অলিম্পিক প্রতিযোগিতারই নয়, বরং গত বছর অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপের। বিশ্ব চ্যাম্পিয়নশিপের হিটে মার্কিন দৌড়বিদদের ঘুম উড়িয়ে দ্বিতীয়স্থান দখল করেছিল টিম ইন্ডিয়া।

ব্রিটেন, জামাইকার তো শক্তিশালী দলের থেকেও এগিয়ে থেকে অ্যাথলেটিক্সে একদম উপরে থাকা দল মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় হয় আনাস, জেকব, ভারিয়াথোডি এবং রমেশরা। সেই সোনার দৌড়ের ক্লিপিংসই ভুলবশত শেয়ার করেন অনুপম খের। যার ফলে শুরু হয় ট্রোলিং। একজন লেখেন, ‘স্যার, নিশ্চয় ভিডিয়োটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এসেছিল?’ অপর একজন লেখেন, ‘একেই বলে অন্ধভক্তি! জানেন না অ্যাথলেটিক্সের ইভেন্ট এখনও শুরুই হয়নি’।অপর এক নেটিজেন লেখেন, ‘ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন, কিছুই তো জানেন না দেখছি’।ট্রোলের স্বীকার হয়ে অভিনেতা তৎক্ষণাৎ ভুল স্বীকার করলেন ঠিকই কিন্তু তার সাথে যুক্তি খাঁড়া করলেন। সাফাই দেবার চেষ্টা করে তিনি লেখেন, ‘পুরোনো ভিডিয়ো তো কী হয়েছে…. মনের ইচ্ছে এটাকেই বলে…’।

Related Articles