বিনোদন

গাঁটছড়া বাঁধলেন অনন্ত -রাধিকা,নবদম্পতির প্রথম ছবি ভিডিও দেখুন

Anant Ambani and Radhika Merchant tie the knot

The Truth of Bengal: সম্পূর্ণ হলো মেগা ওয়েডিং। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের চার হাত এক হওয়ার মাধ্যমে তারা নতুন জীবনে প্রবেশ করলেন । বাঁধলেন গাঁটছড়া । মায়ানগরী মুম্বায়ের জিও ওয়াল্ড কনভেনশন সেন্টারে জমকালো এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ-বিদেশের রাজনীতিক থেকে শুরু করে খেলাধুলা এবং ব্যবসা-বাণিজ্যের বিশিষ্ট মানুষজন। চলতি বছরের মার্চ মাস থেকে প্রি ওয়েডিং পর্ব শুরু হয়েছিল।

নব দম্পতির বিয়ের নানান ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বলি তারকারাও নজর কেড়েছেন । উপস্থিত ছিলেন রনবীর সিং , প্রিয়াঙ্কা চোপড়া , অর্জুন কাপুর, অনন্যা পান্ডে , অনিল কাপুর এবং রজনীকান্ত সহ অন্যান্যরা।

কুস্তিগীর অভিনেতা জন সিনাকেও কেও নাচতে কোমড় দোলাতে দেখা যায় । অনন্ত আম্বানিকে ঘিরে এদিন উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

 

View this post on Instagram

 

A post shared by Isha Ambani Piramal (@_mayfairmasala)

 

View this post on Instagram

 

A post shared by Pallav Paliwal (@pallav_paliwal)

জমকালো এই অনুষ্ঠানে বলি তারকারা মুকেশ পুত্রকে ঘিরে ধরে নানান পোজে নাচতে থাকেন আর তখন গান বাজছে ‘ বেবি কাম ডাউন ‘।

সালমন খানের উত্তেজনা উন্মাদনা এদিন চোখে পড়ার মতো ছিল। ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা! সে কারণে সবকিছুতেই প্রায় রাজকীয় ছোঁয়া লক্ষ্য করা গেছে। এদিন কমলা শেরওয়ানি ও লাল পাগড়িতে সেজেছিলেন আম্বিনিদের কনিষ্ঠ পুত্র । অপরদিকে বধু বেশে নজর কেড়েছেন রাধিকা মার্চেন্ট । নকশা করা লেহেঙ্গায় সেজেছিলেন তিনি । তারকা সমাবেশে মধ্যে বাণিজ্য নগরীতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত রাধিকা। রাত সাড়ে এগারো টার পর তাদের ছবি প্রকাশ্যে আসে। ঘটা করে সম্পন্ন হয় বিয়ে । তারকা বেষ্টিত আসরে বৈদিক মন্ত্রোচ্চারণে সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা। রাত প্রায় সাড়ে ১১টার পর ছাদনাতলা থেকে প্রকাশ্যে এল নব দম্পতির ছবি।

Related Articles