বিনোদন

বলিউডে নতুন জুটি আমির-পুত্র ও শ্রীদেবী কন্যা, ২০২৫ সালেই মুক্তি পাচ্ছে আসন্ন ছবি

Aamir-Putra and Sridevi's daughter are the new pair in Bollywood, the upcoming film is releasing in 2025

Truth Of Bengal: বলিউডে এবার জুটি বাঁধছেন আমির-পুত্র ও শ্রীদেবী কন্যা। আগেই বলিউডে অভিষেক হয়েছে আমির-পুত্র জুনেইদ খানের। ইতিমধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জুনেইদ খান অভিনীত মহারাজা। মুক্তির পর থেকেই বেশ চর্চায় উঠে এসেছে তাঁর এই ছবি। দর্শকমহলে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এবার তাঁকে রোম্যান্স করতে দেখা যাবে শ্রীদেবীর ছোটো কন্যা খুশি কাপুরের সঙ্গে।

খুশি কাপুরের সঙ্গে যে জুটি বাঁধছেন জুনেইদ তাঁর গুঞ্জন আগেই শোনা যাচ্ছিল। এবার সেই খবরেই সিলমোহর পড়ল। ছবির নাম প্রকাশ্যে না এলেও জানা যাচ্ছে আগামী বছর অর্থাত্ ২০২৫ সালের ৭ই ফেব্রুয়ারী ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অদ্বৈত চন্দন। রোম্যান্টিক ঘরানার এই ছবিতে প্রথমবার খুশি ও জুনেইদকে একসঙ্গে দেখা যাবে। অভিনেতার তৃতীয় ছবিতে খুশি কাপুরের সঙ্গে জুটি বাঁধার খবরে বেশ উচ্ছ্বসিত দর্শকরাও।

নেটফ্লিক্সে মুক্তি প্রাপ্ত জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-র হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন খুশি কাপুর। বলিউডের ‘লাভ গুরু’ হিসেবে পরিচিত করণ জোহারের প্রযোজনায় ‘সরেজমিনে’ও দেখা যাবে খুশিকে। সেখানে তাঁকে দেখা যাবে সইফ আলি খানের ছেলে ইব্রাহিম খানের সঙ্গে জুটি বাঁধতে। অন্যদিকে সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘মহারাজা’। সেখানে জুনেইদের সঙ্গে শর্বরী বাগের কেমিস্ট্রি দর্শকরা যথেষ্ট পছন্দ করেন। এছাড়াও তাঁর পরবর্তী অন্য এক ছবিতে তাঁকে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে জুটি বাঁধতে। তাই আসন্ন এই ছবিতে খুশি এবং জুনেইদের রসায়ন কীরকম হয় তা নিয়ে বেশ আগ্রহী দর্শকরাও।

Related Articles