বিনোদন
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হল অঙ্কুশের ‘মির্জা’-র শুটিং! কবে মুক্তি পাবে এই ছবি?

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মির্জা’-র শুটিং শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শহরের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং চলছে।
ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করছেন ঐন্দ্রিলা সেন। ছবির পরিচালক সুমিত সাহিল।
ছবির শুটিং শুরু হওয়ার পর আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেন অঙ্কুশ। তিনি বলেন, “এই ছবিটার সঙ্গে অনেক দিনের লড়াই, পরিশ্রম জুড়ে রয়েছে। সত্যি বলছি, আমার উপলব্ধি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আজ শুটিং শুরু হল, মনে হচ্ছে একটা বড় স্বপ্ন পূরণ হল। আমি আশা করি, দর্শকদের এই ছবি পছন্দ হবে।”
ছবির শুটিং শুরু হওয়ায় অঙ্কুশকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন টলিপাড়ার প্রথম সারির কয়েক জন প্রযোজক। ছিলেন শ্রীকান্ত মোহতা, অতনু রায়চৌধুরী এবং অশোক ধানুকা।