মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : ভোটের আগে নির্বাচনী কর্মীসভায় ব্যস্ত বাবুল সুপ্রিয়

Lok Sabha Election 2024 : Babul Supriya is busy in the election workers' meeting before the polls

The Truth Of Bengal : সত্যেন মহন্তঃ কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর :  কৃষ্ণ কল্যাণীর সমর্থনে শনিবার কালিয়াগঞ্জে কর্মীসভা করলেন রাজ্য মন্ত্রীসভার সদস্য বাবুল সুপ্রিয়। এদিন দুপুরে নজুম মঞ্চে তৃণমূলের এই নির্বাচনী কর্মীসভা হয়। বাবুল সুপ্রিয়োর এই কর্মীসভায় উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, তৃণমূলের জেলা চেয়ারম্যান শচীন সিংহরায়, শহর ও ব্লক তৃণমূল সভাপতি রাজীব সাহা এবং নিতাই বৈশ্য, পুরপ্রধান রামনিবাস সাহা, উপ পুরপ্রধান ঈশ্বর রজক, পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে বাবুল সুপ্রিয় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন। দিল্লির বিরোধিতা সত্বেও পশ্চিমবাংলার উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিস জানিয়ে বাবুল সুপ্রিয় বলেন, সাধারণ মানুষ বিজেপির ভাঁওতা বুঝে গেছে। তাই এবারের লোকসভা নির্বাচনে বাংলার সমস্ত প্রান্তে বিজেপির ভরাডুবি হবে। এদিন বাবুল সুপ্রিয়োর এই নির্বাচনি কর্মীসভা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে।সভার শেষের সকলের আবদারে এদিন গান গাইলেও বাবুল সুপ্রিয়।

Related Articles