Big Breaking:উপাচার্য পদে মুখ্যমন্ত্রীর পাঠানো নামে অনুমোদন দিতে হবে রাজ্যপালকে, নির্দেশ সুপ্রিম কোর্টের
Big Breaking:The Supreme Court directed the governor to approve the name sent by the chief minister for the post of vice-chancellor

The Truth Of Bengal: রাজ্যে উপাচার্য নিয়োগের জট কাটাতে পদক্ষেপ সুপ্রিম কোর্টের। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তালিকাকে অগ্রাধিকার দিতে হবে রাজ্যপালকে। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, আগামী দু’সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শুরু করে তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পদ্ধতি শেষ করতে হবে।
সার্চ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়। যা নিয়ে মতান্তর হয়েছিল রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে। কমিটির চেয়ারম্যান হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতি চাইলে সব ক’টি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি গঠন করতে পারেন। আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা যেতে পারে।
— Bratya Basu (@basu_bratya) July 8, 2024
সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য তিনটি করে নাম বাছাই করবে সার্চ কমিটি। সেই তিনটি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে কমিটি। ওই তিনটি নামের মধ্যে থেকে একটি নাম বেছে নেবেন মুখ্যমন্ত্রী। অনুমোদনের সেই নাম তিনি রাজভবনে পাঠাবেন। তাঁকে উপাচার্য হিসাবে নিয়োগ করবেন রাজ্যপাল তথা আচার্য। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এটা গণতন্ত্রের জয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে দ্বৈরথ চলে নবান্ন এবং রাজভবনের মধ্যে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত মুখ্যমন্ত্রীর মতকেই প্রাধান্য দিল। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। সেই সঙ্গে দেশের শীর্ষ আদালতের আরও নির্দেশ, উপাচার্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে। সেই বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে।