SSC CGL ২০২৪ -এ আবেদনের সময় শেষ পর্যায়ে, কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত
SSC CGL 2024 Application Time Last Stage, How to Apply Know Details

The Truth Of Bengal: বুধবার অর্থাৎ ২৪ জুলাই স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি ) এর অন্তর্ভুক্ত কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল ( সিজিএল) পরীক্ষার রেজিস্ট্রেশনের শেষ তারিখ। অর্থাৎ আজকের পর আর রেজিস্ট্রেশন করতে পারবেন না পরীক্ষার্থীরা। আগ্রহী পরীক্ষার্থীদের বুধবারের মধ্যেই আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ssc.nic.in – এই ওয়েবসাইটে গেলেই পরীক্ষার্থীরা পেয়ে যাবেন আবেদনের সমস্ত তথ্য। ওয়েবসাইটের তরফ থেকে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি , যেখানে মোট ১৭,৭২৭ টি শূন্যপদের কথা উল্লেখ রয়েছে।
SSC CGL ২০২৪ গ্রুপ B এবং C পদের জন্য অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদন ফি প্রদানের শেষ তারিখ ২৫ জুলাই, ২০২৪ ৷ আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮-৩২ বছর৷ শূন্যপদে প্রার্থীদের বাছাই করা হবে টিয়ার ১ এবং টিয়ার ২ পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। এসএসসি সিজিএল আবেদনপত্র এডিটের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে কমিশনের তরফ থেকে। তবে এডিটের জন্য রয়েছে নির্দিষ্ট সময়সীমা , ১০-১১ অগাস্টের মধ্যেই এডিট সম্পন্ন করতে করতে হবে আবেদনকারীদের। ২০২৪-এ সেপ্টেম্বর-অক্টোবর কমিশন এসএসসি সিজিএল টিয়ার 1 পরীক্ষা পরিচালনা করবে।
কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত :
১. SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে ssc.nic.in -এ যান
২.হোমপেজে SSC CGL এর নিবন্ধন/আবেদন লিংকে ক্লিক করুন
৩. লিঙ্কে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম খুলবে
৪.ব্যক্তিগত এবং একাডেমিক , সমস্তবিবরণ সহ SSC CGL আবেদন ফর্মটি পূরণ করুন
৫. আবেদন ফি প্রদান করুন
৬. ছবি এবং স্বাক্ষর সহ সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন
৭. নিবন্ধন ফর্ম জমা দিন
৮. আরও রেফারেন্সের জন্য নিশ্চিতকরণ পৃষ্ঠাটি ডাউনলোড করুন।