শিক্ষা

সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার পাঠ্যক্রমে এবার ‘শিশু অধিকার’

The Truth Of Bengal: বর্তমানে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে পড়ুয়াদের শিক্ষালাভে আগ্রহ বেরেছে বলেই মনে করা হচ্ছে। তাছারাও শিক্ষক অ শিক্ষিকাদের সঙ্গে কথা বলেও সে বিষয়ে যথেষ্ট জানা গিয়েছে। সাংবাদিকতা নিয়ে পড়া মানেই জ্ঞান থাকতে হবে প্রায় সবেতেই সেখানেই এবার সাংবাদিকতা বিভাগের পাঠ্যক্রমে যুক্ত হল শিশু অধিকার ও সুরক্ষা। সুত্রের খবর পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে ‘শিশু অধিকার’-কে স্পেশালাইজড ফিল্ড হিসেবে সাংবাদিকতার সিলেবাসে নিয়ে আসা হয়েছে। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে এবছর থেকে অন্তর্ভুক্ত হতে চলেছে বিষয়টি। সাংবাদিকতার পড়ুয়ারা কর্মজীবনে প্রবেশের আগেই জানতে পারবেন শিশু অধিকার সম্পর্কে। সেই লক্ষ্যে এমন উদ্যোগ। তবে এই উদ্যোগ নেওয়া হলেও আগেই ‘হ্যান্ডবুক ফর মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট অন রিপোর্টিং অন চাইল্ড রাইটস’ নামে একটি পুস্তিকা প্রকাশ করা হয়।

পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে কেন সাংবাদিকতার পাঠ্যক্রমে নিয়ে আসা হল শিশু অধিকার?

পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ জানাচ্ছে, রাজ্যজুড়ে শিশু অধিকার সংক্রান্ত মিডিয়া ওয়ার্কশপ করাতে গিয়ে তারা দেখেছে মিডিয়ায় যুক্ত মানুষজনের আরও বেশি করে জানা দরকার শিশু অধিকার ও সুরক্ষা সম্পর্কে। রিপোর্টিং করার সময় একটি শিশুর অধিকার ও সুরক্ষা সম্পর্কে কতটুক বলা যায় বা কতটুকু লেখা যায়, সেই সম্পর্কে সম্যক ধারণার একটা খামতি আছে। সাংবাদিকতা পড়ার সময় পড়ুয়ারা যাতে এই বিষয়টি সম্পর্কে ভাল ভাবে জানতে পারেন তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে। ‘শিশু অধিকার’-কে স্পেশালাইজড ফিল্ড হিসেবে সাংবাদিকতার সিলেবাসে নিয়ে আসা হল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে এই প্রস্তাব দিয়েছিল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। প্রথমে এগিয়ে এল সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। এবছর থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে এই বিষয়টি। সাংবাদিকতার পড়ুয়ারা কর্মজীবনে প্রবেশ করার আগেই জানতে পারবেন শিশু অধিকার সম্পর্কে। সেই লক্ষ্যে এমন উদ্যোগ বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন তুলিকা দাস।

এবিষয়ে অনন্যা চক্রবর্তীকে (অ্যাডভাইসার, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ) জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, শিশুদের অধিকার জড়িয়ে আছে যে ঘটনার সঙ্গে, সেই ঘটনার সম্পর্কে রিপোর্টিং করার সময় অনেক যত্নবান থাকতে হয়। না হলে অনেক ভুল হয়ে যায়। সাংবাদিকতার পড়ার সময় সেই জ্ঞান যাতে সবাই অর্জন করতে পারে, সেই জন্য এই উদ্যোগ।

এছারাও বিষয়টিকে নিয়ে আশাবাদী পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের অ্যাডভাইসার সুদেষ্ণা রায়। তিনি জানান এদিন যযে,”বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পাঠ্যক্রমে শিশু অধিকার নিয়ে কোনও বিষয় বা পেপার নেই। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ উদ্যোগ নিয়ে এই প্রথম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অন্তর্ভুক্ত করল। আগামীদিনে স্কুল পর্যায়ের এই পাঠ্যক্রম চালু হবে বলে।”

“সাংবাদিকতা যারা পড়াশোনা করছে তাদের শিশু অধিকার নিয়ে জানা অত্যন্ত জরুরি। কাজের ক্ষেত্রে অনিচ্ছাকৃত অনেক ভুল হয়ে যায়। এই বিহসয়ে পড়াশোনা থাকলে সেই ভুল এড়ানো যায়। তাই এমন উদ্যোগ!” বলে জানালেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মাস কমিউনিকেশনের বিভাগীয় প্রধান ঝুমুর দাশগুপ্ত।

২০২৩ সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি ক্যারিকুলাম তৈরি করা কাজ শুরু করে। শুধু তাই নয়, গোটা চ্যাপ্টারে কী কী থাকবে পড়ুয়াদের জন্য তার সংক্ষিপ্ত রূপ তুলে ধরতে একটি হ্যান্ডবুক তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের কনসালটিং এডিটর মহুয়া সাঁতরা। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে আগামী জুন-জুলাই সেমেস্টার থেকে মিডিয়া অ্যান্ড চাইল্ড রাইটস পেপারটি পড়ানো হবে।

Related Articles