বৃহন্নলাদের জীবন সংগ্রামের কথা, এবার পুজোর বিষয় ভাবনা ‘বোবাকান্না’
Brihannalad's life struggle, now the theme of the puja is 'bobakanna'

Truth Of Bengal : বৃহন্নলাদের জীবনের কথা বিষয়ভাবনায় তুলে ধরা হয়েছে চুঁচুড়া বেগুনতলার পুজোয়। এখানে মা দুর্গার আটপৌরে রূপ দেখা যাচ্ছে। মায়ের পায়ের কাছে বসে এক বৃহন্নলা। সেই কারণে এই থিমের নাম দেওয়া হয়েছে বোবা কান্না। তৃতীয় লিঙ্গের মানুষেরা যে অচ্ছুত নন,তাঁদের যে সমাজে গুরুত্ব রয়েছে, সেকথাই বার্তায় তুলে ধরা হয়েছে এই থিমে।
সমাজে সবার সমান অধিকার আছে।কেউই ব্রাত্য নন। সেই সমাজজীবনে বৃহন্নলাদের মর্যাদা থাকা দরকার। কথিত আছে, রাধার স্বামী আয়ান ঘোষ ছিলেন বৃহন্নলা। রাধা-কৃষ্ণের লীলায় এই চরিত্রের কথা রয়েছে। আধুনিক যুগে লিঙ্গ বৈষ্যম্যের অভিশাপ দূর করার জন্য যুগ যুগ ধরে মনিষীরা প্রচার করলেও বা সমাজবিদরা বললেও অনেকেই তা মেনে চলেন না। এখনও কেউ কেউ তুচ্ছতাচ্ছিল্য করেন বৃহন্নলাদের। তাই সমাজের দৃষ্টিভঙ্গি বদলের লক্ষ্যে পুজোর থিমে সেই বৃহন্নলাদের জীবন সংগ্রামের কথা তুলে ধরেছেন চুঁচুড়া বেগুনতলা পুজো কমিটি। বোমা কান্না নামে এই বিষয় ভাবনায় তৃতীয় লিঙ্গের মানুষদের মনের কথা ফুটিয়ে তোলা হয়েছে। মা দুর্গার এখানে আটপৌরে রূপ তুলে ধরা হয়েছে। যেখানে মা তার সন্তানদের নিয়ে বসে আছেন, আর জগতজননী মায়ের পায়ের কাছে বসে আছেন এক বৃহন্নলা। দেওয়াল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে,সেই বৃহন্নলাদের কথা।
চুঁচুড়া খাগড়াজোল এলাকায় রয়েছে বৃহন্নলাদের পল্লি। সেখানে তাদের জীবন যাপন খুব কাছ থেকে দেখেছেন শিল্পী আশিষ দাস। চুঁচুড়া বারোদুয়ারীর বাসিন্দা সেই শিল্পীর ভাবনাতেই ফুটে উঠছে বেগুনতলার থিম। পঞ্চমীর দিন বৃহন্নলাদের দিয়েই হবে পুজোর উদ্ধোধন।তিন মাস ধরে চলছে মন্ডপ তৈরীর কাজ। আর কয়েকদিন বাকি পুজোর এখন চলছে ফিনিসিং টাচ।এই অভিনব ভাবনা দর্শনার্থীদের মনজয় করতে পারবে বলে মনে করছেন পুজোর উদ্যোক্তারা।