দুর্গাপুজো ২০২৪

নবদ্বীপে অন্য মহামায়া! অভয় মাতা রূপে পূজিত হন মা দুর্গা

Another Mahamaya in Nabadwip! Mother Durga is worshiped as Abhay Mata

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: দুর্গা পুজোয় বিভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন ভাবনায় দেবীর বিভিন্ন রূপ পুজিত হতে। আর তেমনি নদীয়ার নবদ্বীপ শহরে অভয় মাতা রূপে পূজিত হয় মা দুর্গা। শহরের প্রায় মধ্যস্থলে অবস্থিত এই মন্দির।

বছর ভর নবদ্বীপ সহ পার্শ্ববর্তী এলাকায় ভক্তরা পুজো দিতে আসে এই মন্দিরে, পাশাপাশি দুর্গা পুজোতেও দেখা যায় বহু ভক্ত সমাগম। অতীতে বলি প্রথা থাকলেও বর্তমানে তা নেই, মহা অষ্টমীর দিনে এখানে দেখা যায় হাজার হাজার ভক্ত সমাগম। দুর দুরান্ত থেকে এখানে সমাগম ঘটে ভক্তদের।

কথিত আছে স্বয়ং মহাপ্রভুর হাতে শুরু হয়েছিল এই পুজোর। সেই সময় থেকে এখনো চিরাচরিত নিয়ম মেনে চলছে এই পুজো। এবছর পুজোর নির্ঘন্ট রাত ও ভোরে থাকার কারনে অষ্টমী পুজোতে ভোর তিনটে থেকে শুরু হয়েছে ভক্ত সমাগম,  চলবে দিন ভর পুজো। এছাড়াও শনিবার মন্দির কতৃপক্ষ জানান, এবছর দেবী মূর্তির নিরঞ্জন হবে।

Related Articles