মেটানো হবে না ১০০দিনের কাজের টাকা,গিরিরাজের পথে শিবরাজ, ফুঁসছে বাংলা
100 days work money will not be paid, Shivraj on the way to Giriraj, Bangla is blowing

The Truth of Bengal: ৩বছর হয়ে গেল,রাজ্যের ৫৯ লক্ষ শ্রমিককে ১০০দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। ৮হাজার কোটি টাকার বেশি পায় বাংলার সরকার।কবে দেওয়া হবে সেই টাকা এই প্রশ্ন তুলে সংসদে সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু গিরিরাজ সিংয়ের সুরেই শিবরাজ সিং চৌহ্বান জানিয়ে দিয়েছেন,বাংলায় গরমিল হয়েছে,তাই টাকা দেওয়া যাবে না। কেন্দ্রের সেই বাংলা বিরোধী মনোভাবের কড়া সমালোচনা করছে শ্রমিকরা। তাঁরা দাবি তুলেছেন,পুজোর আগে রাজ্যের বকেয়া মিটিয়ে দিক কেন্দ্র।
জাতীয় স্তরে বঞ্চনার ট্রাডিশন বজায় রেখেছে মোদি সরকার। শতাধিক টিম পাঠিয়ে এই রাজ্যে বেনিয়ম খুঁজে না পাওয়ার পরেও সেই গরমিলের তত্ত্বে টাকা আটকে রাখার কথাই জানিয়ে দিয়েছেন শিবরাজ সিং চৌহ্বান।একেবারে গিরিরাজ সিংয়ের পথেই হেঁটেছেন শিবরাজ।মঙ্গলবার সংসদে বাংলার টাকা মিটিয়ে দেওয়ার দাবি তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বকেয়া টাকা পুজোর আগে মিটিয়ে দেওয়া হোক। বঞ্চিত মানুষ,একরাশ ক্ষোভ উগরে দিয়ে একথা জানিয়ে দিচ্ছেন।বাংলা জাগোর ক্যামেরায় জনতা সোচ্চার দাবি তুলেছেন। অনড় দিল্লি।রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য কলকাঠি নাড়ছে বিজেপি সরকা়র।অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে আন্দোলনকেই হাতিয়ার করতে চায়।আবার দিল্লির দরবার সরগরম করে তুলে ১০০দিনের কাজের শ্রমিকরা অধিকার আদায় করতে চায় বলে জানিয়ে দিয়েছে। যদিও বাংলার সরকার,৫৯লক্ষ শ্রমিকের বকেয়া রাজ্যের কোষাগার থেকে মিটিয়েছে।তবুও কেন্দ্রের টাকা না মিললে,১০০দিনের শ্রমিকদের আর্থিক উন্নয়ন থমকে রয়েছে।তাই বাংলার স্বার্থে বিজেপির সাংসদরা কেন দিল্লিতে এই বিষয়ে সরব হচ্ছে না,সেই প্রশ্নও তুলছেন খেটেখাওয়া মানুষেরা।