দেশ
Trending

উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে ২৫জনের ওপর মানুষের মৃত্যু

More than 25 people died in Hathras, Uttar Pradesh

The Truth Of Bengal:  আবারও সংবাদ শিরোনামে হাথরাস।উত্তরপ্রদেশে ফের হুড়োহুড়িতে মৃত্যু হল। এবার পদপিষ্ট হয়ে কমপক্ষে ২৫জনের ওপর মানুষের মৃত্যু হয়েছে।

জানা গেছে,রাতিভানপুরে একটি শিবের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ভক্তরা শিবকে জল ঢালার জন্য হুড়োহুড়ি করতে থাকে।কে আগে যাবে তাই নিয়ে রেষারেষি চলে।সেসময় কিছু মানুষ হুড়োহুড়িতে পড়ে যায়।সেসময় পদপিষ্ট হয়ে ২৫জনের ওপর মানুষের মৃত্যু হয়।সেই ঘটনায় আরও ১৫জনকে মেডিক্যাল  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে অনেকেই মহিলাও শিশু রয়েছে।  কেন এই ধরণের ঘটনা ঘটল তার কিনারা করার চেষ্টা চলছে প্রশাসনের তরফ থেকে।জানা গেছে, হাথরাসের ভোলে বাবা সত্সঙ্গে বিপুল জনসমাগম হয়। ভক্তদের বিপুল জমায়েতের জেরে অব্যবস্থা সামনে আসে।কেন অব্যবস্থার এই পরিস্থিতি হল ? কেন আগে থেকে ভক্তসমাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়নি তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে।সাধারণতঃ ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের আলাদা উন্মাদনা দেখা যায়।কিছু মানুষ আবেগের বশে পরিস্থিতি না বুঝেই ঠেলাঠেলি করে।

এই ঘটনার পর পুলিশ –প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে।আহতদের দ্রুত চিকিত্সার ব্যবস্থাও করেছে প্রশাসন। যোগী সরকারের ব্যর্থতার জন্যই এই ধরণের পদপিষ্ট হওয়ার ঘটনা বাড়ছে বলে বিরোধীরা অভিযোগ করছে। এর আগে গত ৫অগাস্ট, হাথরাস জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ৫ জন পুণ্যার্থী।  সেসময় হাথরাসে একটি ট্রাক্টর-ট্রলি ও কন্টেনার ট্রাকের মধ্যে জোরদার সংঘর্ষ হয়। গোবর্ধন পরিক্রমায় যাচ্ছিলেন পুণ্যার্থীরা। ট্রাক্টর-ট্রলিতে কমপক্ষে ২৫ জন ছিলেন, তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে ও ২০ জন আহত হয়েছেন।তাই সেই দুর্ঘটনার পরে যোগী প্রশাসন কেন সতর্ক হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা।এরপরেও একই ঘটনার পুণরাবৃত্তি হওয়ায় বিজেপি সরকার প্রশ্নের মুখে।

Related Articles