ঘূর্ণিঝড়ের কারণে আটকে রোহিত – বিরাটরা ! দেশে ফিরবেন কবে ?

The Truth Of Bengal : বার্বাডোজে দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষা করছে ১৪০ কোটি দেশবাসী। ট্রফি নিয়ে কখন তারা দেশে ফিরবে সে দিকে নজর রয়েছে এই মুহূর্তে গোটা দেশের । কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ রাষ্ট্রগুলোতে এই মুহূর্তে চলছে প্রাকৃতিক দুর্যোগ । রোহিত কোহলিরা রীতিমতো বন্দী হয়ে আছেন হোটেলে। কখন সেই প্রাকৃতিক দুর্যোগ কমবে তা স্পষ্ট নয় ফলত তাদের দেশে ফিরতে এখনো অনেক সময় লাগবে। বার্বাডোজে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আগেই জারি করা হয়েছিল। ঘূর্ণিঝড় বেরিল সেখানে দাপট দেখাচ্ছে। চলছে ঝোড়ো হাওয়া , সঙ্গে বৃষ্টি । ক্রমেই শক্তি বাড়াচ্ছে । সে কারণে বিমানবন্দর ও বন্ধ ।
As they’d predicted, the wind’s really picking up now. Properly strong as you can see by the mad swaying of the trees in the distance. Heavy enough to keep blowing the bedroom door open through the windows #Beryl pic.twitter.com/DhoWvkAivK
— Bharat Sundaresan (@beastieboy07) July 1, 2024
এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে মঙ্গলবারও বিমানবন্দর বন্ধ থাকবে । বুধবার রাতের দিকে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে , ফলত দীর্ঘক্ষণ দ্বীপ রাষ্ট্রে তাদেরকে অপেক্ষা করতে হবে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট রোহিতদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে । ক্রিকেটার ও তাদের পরিবারকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সেদিকে নজর রয়েছে বিসিসিআইয়ের। যে খবর পাওয়া যাচ্ছে , ঘূর্ণিঝড়ের দাপটে মিলছে না সব পরিষেবা। বোর্ডের তরফ থেকে কোনরকম তাড়াহুড়ো করা হচ্ছে না টিম ইন্ডিয়ার খেলোয়াড়দেরকে দেশে ফিরিয়ে আনার জন্য। কারণ আবহাওয়ার পরিস্থিতির স্বাভাবিক না হলে কিছুই সম্ভব নয়।