খেলা

ঘূর্ণিঝড়ের কারণে আটকে রোহিত – বিরাটরা ! দেশে ফিরবেন কবে ?

The Truth Of Bengal : বার্বাডোজে দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষা করছে ১৪০ কোটি দেশবাসী। ট্রফি নিয়ে কখন তারা দেশে ফিরবে সে দিকে নজর রয়েছে এই মুহূর্তে গোটা দেশের । কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ রাষ্ট্রগুলোতে এই মুহূর্তে চলছে প্রাকৃতিক দুর্যোগ । রোহিত কোহলিরা রীতিমতো বন্দী হয়ে আছেন হোটেলে। কখন সেই প্রাকৃতিক দুর্যোগ কমবে তা স্পষ্ট নয় ফলত তাদের দেশে ফিরতে এখনো অনেক সময় লাগবে। বার্বাডোজে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আগেই জারি করা হয়েছিল। ঘূর্ণিঝড় বেরিল সেখানে দাপট দেখাচ্ছে। চলছে ঝোড়ো হাওয়া , সঙ্গে বৃষ্টি । ক্রমেই শক্তি বাড়াচ্ছে । সে কারণে বিমানবন্দর ও বন্ধ ।

 

এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে মঙ্গলবারও বিমানবন্দর বন্ধ থাকবে । বুধবার রাতের দিকে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে , ফলত দীর্ঘক্ষণ দ্বীপ রাষ্ট্রে তাদেরকে অপেক্ষা করতে হবে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট রোহিতদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে । ক্রিকেটার ও তাদের পরিবারকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সেদিকে নজর রয়েছে বিসিসিআইয়ের। যে খবর পাওয়া যাচ্ছে , ঘূর্ণিঝড়ের দাপটে মিলছে না সব পরিষেবা। বোর্ডের তরফ থেকে কোনরকম তাড়াহুড়ো করা হচ্ছে না টিম ইন্ডিয়ার খেলোয়াড়দেরকে দেশে ফিরিয়ে আনার জন্য। কারণ আবহাওয়ার পরিস্থিতির স্বাভাবিক না হলে কিছুই সম্ভব নয়।