মসনদের লড়াই

Lok sabha election Results 2024: ডায়মন্ড হারবারে বাজিমাত, বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

Trinamool candidate Abhishek Banerjee won the polls

The Truth of bengal

ঘাটাল থেকে জয়ী তৃণমূল প্রার্থী দেব, পরাজিত হলেন বিজেপি প্রার্থী হিরন চ্যাটার্জি।

  • বহরমপুরের জয়ী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, পরাজিত হলেন কংগ্রেসের হেভি ওয়েট নেতা অধীর চৌধুরী। বীরভূমে জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দি রায়, পরাজিত বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। মুর্শিদাবাদের পরাজিত মহম্মদ সেলিম, জয়ী আবু তাহের খান।
  • ব্যারাকপুরে জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, পরাজিত বিজেপি প্রার্থী  অর্জুন সিং
  • কোচবিহার লোকসভা কেন্দ্রে পরাজিত নিশীথ প্রামানিক, বিজয়ী তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।  বর্ধমান-দুর্গাপুরের  বিজেপি প্রার্থী  দিলীপ ঘোষ পরাজিত,জয়ী কীর্তি আজাদ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।  
  • জয়ী কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন

 

  • ৫ লক্ষের বেশি ভোটে জিতলেন বিজেপি প্রার্থী অমিত শাহ

গুজরাটের গান্ধিনগর থেকে ৫ লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অমিত শাহ। প্রত্যাশিত ভাবে জয় পেয়েছেন অমিত শাহ। গুজরাটে আগের ফল ধরে রাখার পক্ষে এগিয়ে চলেছে বিজেপি। দেশের বিভিন্ন প্রান্তে অনেক হেভিওয়েট প্রত্যাশিত ভাবে যেমন এগিয়ে আছেন, তেমনই অনেকেই পিছিয়ে পড়েছেন।

  • এগিয়ে গেলেন দেব, শত্রুঘ্ন, পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থীরা

ঘাটালে ৩৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দেব। প্রথম দিকে তিনি কিছুটা পিছিয়ে ছিলেন। পরবর্তী রাউন্ডগুলিতে তিনি এগিয়ে যেতে থাকেন। বিজেপি প্রার্থীর থেকে এখন তাঁর ব্যবধান বেড়েই চলেছে। আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনহা এগিয়ে গেলেন। অনেকটাই পেছনে ফেলে দিলেন বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়াকে। কাঁথিতে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এগিয়ে আছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে।

  • মেদিনীপুরে এগিয়ে জুন, পিছিয়ে অগ্নিমিত্রা

মেদিনীপুরে পিছিয়ে অগ্নিমিত্রা পাল। তৃণমূল প্রার্থী জুন মালিয়া এগিয়ে গেলেন ১ লক্ষ ৬৩ হাজার ১২৬ ভোট পেয়ে। অগ্নিমিত্রার থেকে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ৩৬, ১৫০।

  • দেড় লক্ষ ভোটে এগিয়ে হাজি নুরুল ইসলাম

অনেক বেশি ব্যবধানে এগিয়ে গেলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। হাজি নুরুল ইসলাম এগিয়ে রয়েছেন ১ লক্ষ ৪২ হাজার ৫১৪ ভোটে। ১২টা পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ২ লক্ষ ৬৯ হাজার ৬৫৫। বিজেপি প্রাথী রেখা পাত্র পেয়েছেন ১২৭১৪১ ভোট। বসিরহাটে ইতিমধ্যে উল্লাস শুরু করে দিয়েছে তৃণমূল। সন্দেশখালিতে লিড নিয়েছে তৃণমূল কংগ্রেস।

  • নিশীথ, দিলীপ সুকান্ত—  পিছিয়ে বিজেপির তিন হেভিওয়েট

কোচবিহারে নিশীথ প্রামাণিক, বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষ, বালুরঘাটে সুকান্ত মজুমদার পিছিয়ে। প্রতিটি জায়গায় এগিয়ে আছেন তৃণমূল প্রার্থীরা। সমানে সমানে টক্কর পুরুলিয়া কেন্দ্রেও। সামান্য ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। ব্যারাকপুরে অনেক ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। কৃষ্ণনগর কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

  • তমলুকে এগিয়ে গেলেন দেবাংশু ভট্টাচার্য

তমলুকে ১৩৭২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই দুই দলের।

  • জয়নগরে তৃণমূল এগিয়ে ৪৫ হাজারের বেশি ভোটে

জয়নগর লোকসভা কেন্দ্রে তৃতীয় রাউন্ডের পর অনেক এগিয়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল পেয়েছেন ৬২১৩৫ ভোট। বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারি ১৬৯২৭ ভোট পেয়েছে। ৪৫২০৮ ভোটে লিড নিয়েছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ৩২৯০৩ ভোটে এগিয়ে।

  • ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল

ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন। অন্যদিকে, বরানগর বিধানসভা উপনির্বাচনে সামান্য ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ। সেখানে পিছিয়ে পড়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভগবানগোলায় বিধায়ক ইদ্রিশ আলির প্রয়াণে শূন্য হয়েছিল আসনটি। অন্যদিকে, বরানগর বিধানসভার বিধায়ক তাপস রায়ের পদত্যাগে শূন্য হয়েছিল আসনটি। এই দুই কেন্দ্রে উপনির্বাচন হয়।

  • সন্দেশখালি বিধানসভায় লিড তৃণমূলের

সন্দেশখালি বিধানসভায় লিড তৃণমূলের। বসিরহাট লোকসভায় প্রথম থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। ২৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তিনি। এই কেন্দ্রে ফলাফলে প্রথম থেকেই নজর আছে সব মহলের। অকেটাই পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। জেলার বাকি লোকসভা কেন্দ্রের বেশিরভাগ জায়গায় এগিয়ে তৃণমূল।

  • দ্বিতীয় রাউন্ডে ব্যারাকপুরে পার্থ ভৌমিক এগিয়ে ৯৫৬৩ ভোটে

প্রথম রাউন্ড গণনা শেষে বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে ৭২৭৬ ভোটে। এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডে গণনায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ৯৫৬৩ ভোটে এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ড শেষে বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে ১৩ হাজারের বেশি ভোটে।

  • ৩২ হাজারের বেশি ভোটে এগিয়ে অভিষেক

প্রথম রাউন্ড শেষে ডায়মন্ড হারবারে ৩২৫০৮ ভোটে এগিয়ে তৃণমূল। এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অনেকটাই পেছনে ফেলে দিলেন তিনি। ঝাড়গ্রামে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। অনেক পিছিয়ে পড়েছেন বিজেপি প্রাথী। বেশ কয়েকটি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

  • কোচবিহারে ১৮৭৫০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

কোচবিহারে প্রথম রাউন্ডে ১৮৭৫০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া। পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী নিশীত প্রমাণিক। উত্তরবঙ্গের আর কয়েকটি কেন্দ্রে প্রথম দিকে এগিয়ে আছে তৃণমূল বালুরঘাটে এগিয়ে আছে তৃণমূল।

  • বারাণসীতে ৪৩৬ ভোটে এগিয়ে মোদি

প্রথম ঘণ্টায় বারাণসীতে ৬ হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে আবার এগিয়ে গেলেন। অপ্রত্যাশিত প্রবণতা প্রথম ঘণ্টায়। পরে বারাণসীতে ৪৩৬ ভোটে এগিয়ে মোদি। শুরুতেই উত্তরপ্রদেশে এগিয়ে ‘ইন্ডিয়া’। প্রথম ঘণ্টায় দেশজুড়ে বিজেপি এগিয়ে থাকলেও উত্তরপ্রদেশে এগিয়ে ‘ইন্ডিয়া’। প্রথম এক ঘণ্টার প্রবণতায় দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সমাজবাদী পার্টি এগিয়ে ২৬টি আসনে। কংগ্রেস এগিয়ে ৬টি আসনে। অন্যদিকে, বিজেপি এগিয়ে ২২টি আসনে, আরএলডি এগিয়ে ১টি আসনে।

  • প্রথম ঘণ্টায় বারাণসীতে ৬ হাজারের বেশি ভোটে পিছিয়ে মোদি

প্রথম ঘণ্টায় বারাণসীতে ৬ হাজারের বেশি ভোটে পিছিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপ্রত্যাশিত প্রবণতা প্রথম ঘণ্টায়। শুরুতেই উত্তরপ্রদেশে এগিয়ে ‘ইন্ডিয়া’। প্রথম ঘণ্টায় দেশজুড়ে বিজেপি এগিয়ে থাকলেও উত্তরপ্রদেশে এগিয়ে ‘ইন্ডিয়া’। প্রথম এক ঘণ্টার প্রবণতায় দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সমাজবাদী পার্টি এগিয়ে ২৬টি আসনে। কংগ্রেস এগিয়ে ৬টি আসনে। অন্যদিকে, বিজেপি এগিয়ে ২২টি আসনে, আরএলডি এগিয়ে ১টি আসনে।  

  • হেভিওয়েট প্রার্থীরা শুরুতেই প্রায় সবাই এগিয়ে

ভোট গণনার শুরুতেই দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল গান্ধি। রায়বরেলি এবং ওয়েনাড় কেন্দ্র থেকে লড়ছেন রাহুল গান্ধি। হামিরপুরে কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর। কনৌজ কেন্দ্রে এগিয়ে অখিলেশ যাদব। আমেথিতে এগিয়ে গেলেন স্মৃতি ইরানি, গান্ধিনগরে এগিয়ে  অমিত শাহ। বারামতী কেন্দ্রে পিছিয়ে পড়েছেন শরদ-কন্যা সুপ্রিয়া সুলে। প্রত্যাশিত ভাবে হেভিওয়েট প্রার্থীরা শুরুতেই প্রায় সবাই এগিয়ে আছেন।

  • শুরুতেই উত্তরপ্রদেশে এগিয়ে ‘ইন্ডিয়া’

প্রথম ঘণ্টায় দেশজুড়ে বিজেপি এগিয়ে থাকলেও উত্তরপ্রদেশে এগিয়ে ‘ইন্ডিয়া’। প্রথম এক ঘণ্টার প্রবণতায় দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সমাজবাদী পার্টি এগিয়ে ২৬টি আসনে। কংগ্রেস এগিয়ে ৬টি আসনে। অন্যদিকে, বিজেপি এগিয়ে ২২টি আসনে, আরএলডি এগিয়ে ১টি আসনে।

  • EVM খুলতেই এগিয়ে ‘ইন্ডিয়া’

প্রথম ঘণ্টায় এগিয়ে এনডিএ। ইভিএম খুলতেই এগিয়ে ইন্ডিয়া। গণনা শুরু হয়েছে সকাল আটটায়। প্রথম এক ঘণ্টার প্রবণতা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ২৫৭টি আসনে। ‘ইন্ডিয়া’ এগিয়ে ১৪৫টি আসনে। অন্যরা এগিয়ে ১৯টি আসনে। পরের ঘণ্টার শুরু থেকে এগিয়ে ইন্ডিয়া জোট। সমানে টক্কর দিচ্ছে।