রাজ্যের খবর

উড়িষ্যা ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা ঝাড়গ্রাম জেলা প্রশাসনের 

Jhargram district administration has strict vigilance in Orissa-Jharkhand border areas

The Truth Of Bengal : দেবব্রত বাগ – ঝাড়গ্রাম : রাত পোহালেই শনিবার ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নয়াগ্রাম, গোপীবল্লভপুর, জামবনি ও বেলপাহাড়ি থানার সীমান্তবর্তী এলাকা গুলিতে জোরদার নজরদারির ব্যবস্থা করেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। নয়াগ্রামের এক পাশে রয়েছে উড়িষ্যা, গোপীবল্লভপুরের একদিকে উড়িষ্যা, অন্যদিকে ঝাড়খন্ড রাজ্য , জামবনির পাশেই ঝাড়খন্ড এবং বেলপাহাড়ি থানার পাশে ঝাড়খন্ড রাজ্য রয়েছে। তাই লোকসভা নির্বাচনের দিন যাতে ঝাড়খন্ড ও উড়িষ্যা রাজ্য থেকে দুষ্কৃতীরা এ রাজ্যে এসে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জোরদার নজরদারির ব্যবস্থা করা হয়েছে। উড়িষ্যা ও ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ টহল দারির কাজ শুরু করেছে।

এছাড়াও ছয় নম্বর জাতীয় সড়কের পাশাপাশি রাজ্য সড়ক গুলিতেও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ টহলদারির কাজ শুরু করেছে। সেই সঙ্গে এক সময় মাওবাদীদের আঁতুড় ঘর বলে পরিচিত বেলপাহাড়ি সহ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ প্রশাসন। তবে এখন জঙ্গলমহলে মাওবাদীদের অস্তিত্ব নেই, তা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে ভোটের দিন অপ্রীতিকর ঘটনা রুখতে প্রয়োজনীয় সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে সেজন্য বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দারির কাজ শুরু করেছে।

Related Articles