স্বাস্থ্য

অল্প বয়সে চুল পাকছে? জানুন নিরাময়ের উপায়

Hair loss at a young age? Learn how to heal

The Truth Of Bengal :  বয়স বোঝা দায়। অনেকের বয়েস বাড়লেও টান টান শরীর এবং রুপের মাধুর্য দেখে মনেই হয়না বয়স বাড়ছে। আবার কারুর বয়েস তেমন হয়নি কিন্তু চুল এখন থেকেই পেকে যাচ্ছে। একটা সময় আসে যখন সকলেরই চুল পাকে। কিন্তু চুল পাক ধরার ক্ষেত্রে একটা নির্ধারিত বয়স বা সময় আছে। তার আগেই যদি এই সমস্যা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার দেহে কিছু সমস্যা রয়েছে। চিকিৎসকদের মতে অল্প বয়সে চুল পাকা হওয়ার কারণ জিনগত। একে ‘প্রিম্যাচিয়োর ক্যান্যাইটিস’ ও বলে।

জানুন অল্প বয়সে কেন পাকে চুল?

অধিকাংশ চিকিৎসকদেরই মত। চুল পাকা হওয়ার পিছনে রয়েছে জিনগত কারণ। যাদের মা কিংবা বাবার মধ্যে এই সমস্যা রয়েছে মূলত তাদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ৮০ শতাংশ। তবে অনেক অভিভাবকদেরই দাবি তাদের নাকি চুলে পাক ধরতে শুরু করেছিল যখন তাদের বয়স ছিল ৩০ বা ৪০ এর কোঠায়। এক্ষেত্রে চিকিৎসকরা এও জানিয়েছেন জিনের বাহ্যিক অভিব্যক্তি কেমন হবে তা সকলের কাছেই অজানা। এছাড়াও ভিটামিন বা খনিজের অভাবেও আপনার চুল অল্প বয়সে পেকে যেতেই পারে।

কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন?

চুলে পাক ধরানো পুরোপুরি বন্ধ করা যেতে না পাড়লেও কিছু নিয়ম অবলম্বন করলে হয়তো চুল পাকার গতি স্লথ করা সম্ভব হবে আপনার। যদি বুঝতে পারছেন আপনার শরীরে ভিটামিন, প্রোটিন বা খনিজের অভাব আছে তাহলে সেই ধরনের পুষ্টিকর খাদ্য আপনাকে খেতে হবে। ধূমপান, মদ্যপান কিছুটা কমাতে হবে আপনাকে। চুলের রং ঠিক মত ফিরে পেতে আপনাকে নিজের চুল ধুলো বালি থেকে বাঁচিয়েও চলতে হবে।

 

Related Articles