ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত, ভাটা পড়ল বিমান চলাচলেও
Eruption from a volcano in Indonesia

The Truth of Bengal: ভয়াবহ অগ্ন্যৎপাত এবার ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে। শেষ কয়েকদিনে প্রায় পাঁচবার অগ্ন্যুৎপাত হয়েছে সেখানে। আর এবার ভয়াবহ সেই পরিস্থিতির জেরেই বিমান বন্ধের সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। ওই দেশের পরিবহন মন্ত্রক সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টা সেখানে বন্ধ থাকছে বিমান পরিষেবা। মাউন্ট রুয়াং থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত মানাডো শহরের স্যাম রাতুলাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার বিমানবন্দরের কাছেই অগ্ন্যুৎপাত হয়। ফলে, আকাশে লাভা, ভাস্বর অনেকটাই উঁচুতে ওঠে। এর ফলে, বিমান চলাচল সমস্যার সম্মুখীন হতে পারে। অপরদিকে, সেখানকার প্রায় ৪০০ জন মানুষকে অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। তবে, পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, এখন সেটাই দেখার।