মন্দিরনগরীতে এখন সাজো সাজো রব, রামনবমী উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির
Ayodhya's Ram Mandir is decorated on the occasion of Ram Navami

The Truth of Bengal: মন্দির প্রতিষ্ঠার পর এবছরই রামলালার প্রথম জন্মদিন। তাই চৈত্র নবরাত্রি ও রামনবমী উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা। মন্দিরনগরীতে এখন সাজো সাজো রব। চারিদিকে তিল ধারনের জায়গা নেই। গোটা চৈত্র নবরাত্রিজুড়ে অর্থাৎ পয়লা বৈশাখের আগে পর্যন্ত সুদৃশ্য মন্দির ফুলে ফুলে ঢাকা থাকছে। রাতে আলোকমালায় সেজে উঠছে রামলালার মন্দির। মন্দির চত্বরের ভেতরে আঁকা হয়েছে সুদৃশ্য রঙ্গোলী। রামনবমীর আগেই চৈত্র নবরাত্রির প্রথম দিন থেকে সোনালী ও রূপালী জড়ির বিশেষ পোশাকে সেজে উঠেছেন রামলালা।
পোশাকে বৈষ্ণব নানান প্রতীক রয়েছে। রামনবমীর দিন রামলালার কপালে ৪ মিনিট ধরে পড়বে সূর্য তিলক। বিভিন্ন লেন্স ও আয়না মারফত সূর্যের আলো যাতে রামলালার কপালে তিলক হিসাবে পড়ে তার বন্দোবস্ত করা হয়েছে। এর সম্পূর্ণ দায়িত্বে রয়েছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, রুরকি। চৈত্র নবরাত্রিতে অযোধ্যার রামজন্মভূমি মন্দিরে শক্তির আরাধনা করা হবে। প্রতিদিন রামলালাকে ২০ ঘণ্টা ধরে দর্শন করা যাবে বলে ঘোষণা করেছে রামমন্দির ট্রাস্ট।
এলইডি স্ক্রিনে ডিজিটালি দর্শন করা যাবে, এর জন্য ১০০টি এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। গরমের মধ্যে দর্শনার্থীদের অসুবিধা যাতে না হয় তার জন্য জলের ব্যবস্থা, ওআরএসের ব্যবস্থা করা হচ্ছে। চৈত্র নবরাত্রিতে রামলালার পাশাপাশি দেবী দুর্গার নয় রূপের পুজো করা হচ্ছে। রামনবমীর দিন রামলালার উদ্দেশ্যে ছাপান্ন ভোগ উৎসর্গ করা হবে। প্রতিদিন রামচরিতমানস পাঠ করা হচ্ছে। তবে এসময় বিদেশিরা অযোধ্যায় আসলে ১৪ দিন কোয়ারেইন্টাইনে থাকতে হবে।