Mediatek Helio G88 প্রসেসরচালিত ট্যাব আনল Lenovo, কী কী ফিচার আছে নয়া মডেলের ট্যাবে
Lenovo launched Mediatek Helio G88 processor powered tab, what features are there in the new model tab

The Truth Of Bengal : M11 নামে নয়া মডেলের ট্যাব আনল Lenovo। ১১ ইঞ্চির এই ট্যাবে 90 Hz refresh rate dynamic display ও WUXGA resolution ও TUV Rheinland low blue light certification রয়েছে। Mediatek Helio G88 প্রসেসর ও অক্টাকোর কনফিগিউরেশন দ্বারা চালিত এই ট্যাবে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
নয়া মডেলের ট্যাবে নানান রকম প্রিমিয়াম সফটওয়্যার ছাড়াও নোট নেওয়ার জন্য nebo app এর সুবিধা মিলবে। অঙ্ক কষার জন্য MyScript calculator ও ডকুমেন্টস ম্যানেজমেন্টের জন্য WPS Office এর সুবিধা মিলবে। পেছনে অটোফোকাসের সুবিধাযুক্ত ১৩ এমপি ও সামনে ৮ এমপি ক্যামেরা লাগানো থাকবে। ৪টে স্পিকারে ডলবি আটমোস সাউন্ড মিলবে। একটা মাইক্রোফোনও আছে। ফাস্ট চার্জিংয়ের সুবিধাযুক্ত 7,040mAh ব্যাটারি রয়েছে।
অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। ট্যাব অত্যন্ত হালকা। ওজন মাত্র ৪৬৫ গ্রাম। ৭.১৫ মিমি চওড়া। ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি ও ৩.৫ মিমি অডিও জ্যাকের সুবিধা মিলবে। এছাড়াও আইপিএস এলসিডি টেকনোলজির সুবিধা রয়েছে। মেমোরি কার্ড 1TB পর্যন্ত বাড়ানো সম্ভব। একমাত্র সিফোম গ্রিন রঙে মিলবে। lenovo.com ওয়েবসাইট ও বিভিন্ন ই-কমার্স সংস্থা মারফত অনলাইনে কেনা যাবে।