মসনদের লড়াই

মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু পূর্ব মেদিনীপুরের প্রার্থী জুনের

Candidate of East Medinipur June started election campaign with puja in the temple

The Truth Of Bengal, সৈকত মাইতি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার এগরা হট্টনাগর মন্দিরে পুজো দিয়ে ও মাজারে চাদর চড়িয়ে ভোট প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের পার্থি জুন মালিয়া।

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে ভোট প্রচারে এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রর পার্থি জুন মালিয়া। সোমবার প্রথমে এগরা মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান জুন মালিয়া। এরপর কর্মিসমর্থক দের সঙ্গে পায়ে পা মিলিয়ে পদযাত্রা সহকারে এগরা হট্টনাগর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তৃণমূল পার্থি জুন মালিয়াকে দেখে সেলফি তুলতে ভিড় জমান সাধারণ মানুষ।

সাংবাদিক দের মুখোমুখি হয়ে জুন মালিয়া জানান, “আমি এগরা থেকে প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করলাম। বিভিন্ন জায়গায় সকলের আশির্বাদ নিয়েছি। এখন ঠাকুরের আশির্বাদ নিলাম এত ভালোবাসা এবং এত আন্তরিকতা যখন পাচ্ছি আমি খুব আনন্দিত। সোমবার বাবার কাছে এই পার্থনা করে গেলাম বাংলার মানুষ যেনো তাদের অধিকার অর্জন করে নিতে পারে।”

Related Articles