কলকাতা

আবহাওয়ার ভোলবদল, বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায়?

Weather changes, rain forecast in which district?

The Truth Of Bengal: বসন্ত এসে গেছে তার মানেতো এর পর থেকে শুরু মনোরম আবহাওয়া। এতদিন ধরে আপাতত শুষ্ক আবহাওয়া কিছুটা বজায় থাকলেও এবার সামান্য নামবে তাপমাত্রা। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরমের অনুভূতি খানিকটা বাড়বে। বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা ও রয়েছে।

মহানগরে আপাতত আবহাওয়ার কোন বদল ঘটবে না। তবে শুক্রবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস আর আজ অর্থাৎ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে।ফলে কার্যতই মনোরম আবহাওয়া বিরাজ করবে। তবে শুক্রবারের পর থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তরবঙ্গে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দুটি জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিংপং এ আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পার্বত্য এলাকাগুলিতে কোনো কোনো এলাকায় বৃষ্টির সম্ভাবনা ও রয়েছে।

FREE ACCESS

Related Articles