সুস্থ হয়েই চুটিয়ে কাজ মহা গুরুর, দুই চক্রবর্তী এবার রাজের ছবিতে
Maha Guru's job after recovery, two Chakrabortys now in Raj's film

The Truth Of Bengal: সুস্থ হয়ে ওঠার পরেই একদিকে সোহম চক্রবর্তী প্রযোজিত ‘শাস্ত্রী’ ছবির শুটিংয়ে দারুণ ব্যস্ত মিঠুন চক্রবর্তী। অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবিতেও নাকি এবার দেখা যেতে পারে মহাগুরুকে। এমনই গুঞ্জন উঠেছে টলিপাড়ায়। সুস্থ হয়ে ওঠার কিছু দিনের মধ্যেই এভাবে চুটিয়ে কাজ করতে ব্যস্ত মহাগুরু।তবে এবার পরিচালক রাজ চক্রবর্তীর নতুন পরিচালিত এই ছবিতে শুধু মহাগুরুই নয়, মিঠুনের সঙ্গে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকেও। অর্থাৎ একই ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দুই চক্রবর্তীকে। আগামী ১১ মার্চ থেকে কলকাতার নানা জায়গায় শুটিং শুরু করবেন রাজ।
টলিপাড়ায় এ খবর রটে গেলেও তখন এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি রাজ ও ঋত্বিক। সূত্রের খবর, এই ছবিতে বড়সড় চমক নিয়ে ফিরছেন রাজ। এভিএফ প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হবে এই ছবি।
প্রসঙ্গত, এই মুহূর্তে শুভশ্রী ও আবিরকে নিয়ে বাবলি সিরিজের শুটিংয়ে ব্যস্ত রাজ। ‘আবার প্রলয়’-এর পর এটি রাজের দ্বিতীয় সিরিজ। এদিকে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য দ্বিতীয় কাজ। আপাতত সংসার এবং কাজ দুদিকেই দারুণ ব্যালেন্স করছেন দম্পতি।
FREE ACCESS