কলকাতারাজ্যের খবর
Trending

৫০ দিনের কাজ নিশ্চিত করতে নয়া উদ্যোগ,মে মাস থেকে শুরু কর্মশ্রী, বাজেটে বড় প্রস্তাব রাজ্য সরকারের

Karmasree starts from May, the big proposal in the budget of the state government

The Truth Of Bengal : এবার ৫০ দিনের কাজ সুনিশ্চিত করতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ।বাজেটে বড় প্রস্তাব রাজ্য সরকারের, রাজ্যের নিজস্ব উদ্যোগ কর্মশ্রী প্রকল্প। মে মাস থেকে শুরু হবে এই নতুন প্রকল্প।

দীর্ঘ দু’বছর ১০০ দিনের কাজের টাকা থেকে বঞ্চিত রাজ্যের গরিব মানুষ। কেন্দ্রের বকেয়া সেই টাকা রাজ্য জবকার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  ২১ লক্ষ জবকার্ড হোল্ডারকে ২১ ফেব্রুয়ারি থেকে সেই টাকা পাঠানো হবে।

পাশাপাশি বাংলার গরীব মানুষের জন্য বাজেটে এবার বড় প্রস্তাব রাজ্য সরকারের। ৫০ দিনের কাজ নিশ্চিত করতে নতুন প্রকল্প ‘কর্মশ্রী’। কেন্দ্র ১০০ দিনের টাকা বন্ধ করায় প্রান্তিক মানুষের  রোজগারে টান পড়েছে। এইসব মানুষের পাশে দাঁড়াতে ৮,২৯৭ কোটি টাকা ব্যয় করেছে রাজ্য।রাজ্যের উদ্যোগে ৩৯ কোটি কর্মদিবসের ব্যবস্থা করা হয়েছে।এবার রাজ্য সরকার ‘কর্মশ্রী’ নামে সুসংহত প্রকল্প চালু করছে।এই প্রকল্প প্রত্যেক জবকার্ড হোল্ডারকে ৫০ দিনের কাজ নিশ্চিত করবে। চলতি বছরের মে মাস থেকে শুরু হতে চলেছে এই নতুন প্রকল্প। যখন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ তখন রাজ্যের নিজস্ব উদ্যোগ কর্মশ্রী।

 

Related Articles