ভিন রাজ্যে ক্যারাটে প্রতিযোগীতায় সোনা জিতল রায়গঞ্জের এক খুদে
A boy from Raiganj won gold in karate competition in foreign states

The Truth Of Bengal : মেয়েদের আত্মরক্ষায় ক্যারাটের প্রয়োজনীয়তা বিশেষ ভাবে রয়েছে। ভিন রাজ্যে ক্যারাটে প্রতিযোগীতায় সোনা জিতে এমনই জানালো রায়গঞ্জের খুদে “কারাটে ওম্যান” সৃষা সুনার। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গিয়ে কারাটে প্রতিযোগীতায় দুটো সোনা এবং একটি ব্রোঞ্জ পদক জেতে সে। রায়গঞ্জের দেবীনগর এলাকায় বাড়ি সৃষা সারদা বিদ্যামন্দিরের পঞ্চম শ্রেণীর ছাত্রী। গত ২৪ ডিসেম্বর বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হওয়া অল ইন্ডিয়া ইন্টার স্কুল কারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীতায় সৃষা অংশগ্রহণ করে। কারাটের কাতা, কুৃমিতে এবং দলগত কাতা এই তিনিটি বিভাগে অংশ নেয় সৃষা যেখানে কাতাতে সোনা, কুমিতে সোনা এবং দলগত কাতাতে ব্রোঞ্জ পদক জিতে নেয় সে।
মোট চোদ্দো হাজার প্রতিযোগী অংশ গ্রহণ করে এই প্রতিযোগীতায় যেখানে ২৭ জন অংশ নেয় উত্তর দিনাজপুর জেলা থেকে। তারমধ্যে সৃষার এই সাফল্য বলে জানান সৃষার মামা জ্যোতির্ময় বর্মন। তবে ভাগ্নীর এই সাফল্য নিয়ে এখনই আগ বাড়িয়ে বেশি কিছু বলতে চাননি মামা। কারাটে শরীর চর্চার পাশাপাশি আত্মরক্ষার ক্ষেত্রের বিশেষ ভাবে কাজে লাগে তাই জ্যোতির্ময় বাবু চান তাঁর ভাগ্নীর এই সাফল্য অন্যান্য মেয়েদেরও পথ দেখাক। উত্তর দিনাজপুর স্পোটর্স কারাটে অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নেয় সৃষা।
বয়স যখন মাত্র ছয়-সাত বছর তখন থেকেই কারাটে প্রশিক্ষণ নিচ্ছে বলে জানায় সে। পড়াশুনোর পাশাপাশি গান করতে ভালোবাসলেও পড়াশুনোর, গান ও কারাটের মধ্যে তাঁর কাছে কারাটেকেই সবচেয়ে বেশি প্রিয়। মেয়েদের জন্য কারাটে যে ভীষণই গুরুত্বপূর্ণ সেকথাও জানান সৃষা। তবে একমাত্র লক্ষ্য অলিম্পিক, অলিম্পিকে দেশের হয়ে অংশ নিতে চায় সে। অন্যদিকে সৃষার দিদা জোৎস্না বর্মন জানান,তার নাতনীর শুধু এই জেলা কিংবা রাজ্য নয়,দেশের হয়ে কারাটেতে প্রতিনিধিত্ব করুক,দেশের নাম উজ্জ্বল করুক।
FREE ACCESS