ফলক বিতর্ক অব্যাহত, ৩ সপ্তাহ পরও নির্বিকার বিশ্বভারতী কর্তৃপক্ষ…
Visva Bharati Authorities Are Calm About The Plaque.

The Truth Of Bengal: বিশ্ব ঐতিহ্যের ফলকে ব্রাত্য স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিতর্কিত ফলক দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সেই নির্দেশের তিন সপ্তাহের বেশি অতিক্রান্ত, এখন রয়ে গিয়েছে বিতর্কিত ফলকগুলি৷ কেন এখনও ফলকগুলি নিয়ে নির্বিকার বিশ্বভারতী কর্তৃপক্ষ, উঠছে প্রশ্ন। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর থেকে শুরু করে আশ্রমিকরা।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। তার এক মাস পর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লেখা তিনটি ফলক বসানো হয় ক্যাম্পাসে। উপাসনা গৃহ, রবীন্দ্র ভবন ও আশ্রম চত্বরে ফলকগুলি বসানো হলেও সেখানে রবীন্দ্রনাথের নাম বাদ দেওয়া হয়। পরিবর্তে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকায় সর্বত্র প্রবল ক্ষোভের সৃষ্টি হয়।
সর্বাত্র সমালোচিত হন উপাচার্য। অধ্যাপক সংগঠনটির দাবি, নিজের ঢাক পেটানোর জন্য ফলকগুলি উপাচার্যের নির্দেশে বসানো হয়েছে। অথচ এই স্বীকৃতির জন্য তাঁর কোনও কৃতিত্ব নেই। অধ্যাপকদের আরও দাবি, ওয়ার্ল্ড হেরিটেজ পাওয়ার প্রক্রিয়া বর্তমান উপাচার্য আসার অনেক আগেই শুরু হয়েছিল। এই মর্মে তাঁরা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও রাজ্যপালকে অভিযোগ জানান।
এরপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয় দ্রুত ফলক সরিয়ে দেওয়ার । কিন্তু তার পর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও একই জায়গায় রয়ে গেছে সেই ফলক।
Free Access