
The Truth of Bengal: কেমন আছেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? কীসের চিকিৎসা চলছে তাঁর? মন্ত্রীর শারীরিক অবস্থা কেমন তা পরিবারও জানে না বলে দাবি মন্ত্রীর আইনজীবীর। হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে আজ শুনানি হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তিনি বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন।
বালুর আইনজীবী শ্যামল ঘোষ আদালতে জানান, তাঁর মক্কেল কালীপুজোর পর থেকেই জেলে ছিলেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর কিডনির অবস্থা বেশ খারাপ। পরিবারের সদস্যরাও তাঁর সাথে দেখা করতে পারছেন না।
এই অবস্থায় আদালত জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যের অবস্থার রিপোর্ট চেয়েছেন। আদালতের নির্দেশে, প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে এই রিপোর্ট আদালতে জমা দিতে হবে। এদিকে, ইডিও আদালতে একটি আবেদন জানায়। এই আবেদনে তারা দাবি করে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে তারাও জানতে চায়। তারা এসএসকেএম হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ আদালতে জমা দিতে চায়।
Free Access