
The Truth of Bengal: বাড়ি বাড়ি পানীয় জলের অসুবিধার অভিযোগ জানাতে এবার বিধানসভায় অভিযোগ সেল খুলছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। শাসক-বিরোধী উভয় পক্ষের বিধায়করাই তা জানাতে পারবেন। জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় বলেন, “বিধানসভায় একটি অভিযোগ সেল খুলেছি। সেখানে বিধায়করা বাড়ি বাড়ি পানীয় জলের অসুবিধার অভিযোগ জানাতে পারবেন।
আমরা সেই অভিযোগগুলি গুরুত্বের সঙ্গে দেখব।”মন্ত্রী জানান, ২৪ সালের লোকসভার আগে গ্রামাঞ্চলে পরিষেবায় এবার নজরে পানীয় জল। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে গুরুত্ব দিতে চায় রাজ্য। লোকসভার আগে টার্গেট এক কোটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। আগামী চার মাসে ৩১ লক্ষ টার্গেট।
গত আড়াই বছরে হয়েছে ৬৯.০২ লক্ষ পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এগিয়ে থাকা জেলা যেখানে পরিশ্রুত পানীয় জল দেওয়া হয়েছে বাড়ি বাড়ি – নদীয়া ৮.৯৩ লক্ষ, বাঁকুড়া ১.৫৩ লক্ষ, উত্তর ২৪ পরগণা ৩.৭৫ লক্ষ, পূর্ব বর্ধমান ৭.১২ লক্ষ। পিছিয়ে আছে পশ্চিম মেদিনীপুর জেলা।
এছাড়া থাকছে দুটো হোয়াটসঅ্যাপ নম্বর
৮৯০২০২২২২২ ও ৮৯০২০৬৬৬৬৬