আজকের দিনে

কেমন কাটবে সপ্তাহের শেষ দিন? কোন রাশির জন্য ভালো কাটবে আজকের দিনটি?

How to spend the last day of the week? Today's day will be good for which amount

The Truth of Bengal : আজ, শনিবার, ৪ নভেম্বর, সপ্তাহের শেষ দিন, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

১। মেষ রাশি

স্বাস্থ্যের দিক একটু খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা যন্ত্রণা দুপুরে পড়ার অনেক বেশি বাড়তে পারে। কর্মস্থানের পরিবর্তন করতেই পারেন। যদিও বাড়তি খরচের যোগ রয়েছে। বন্ধুদের সাথে সময় কাটাবেন তবে অর্থ ব্যয় হবে। সম্পর্কের ক্ষেত্রে মধ্যম প্রকৃতি চলবে।

২। বৃষ রাশি

অতিরিক্ত ক্রোধ আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে। ব্যবসা ভালো যাবে। গুরুজনদের সঙ্গে একটু মানিয়ে চলুন। বাড়তি খরচের যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আঘাত পেতে পারেন। বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন। বাইরের কোন সম্পর্কের কারণে ক্ষতি হতে পারে। পেশাগত কারণে চাপ বাড়বে।

৩। মিথুন রাশি

শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। মাথা যন্ত্রণার মতো সমস্যা হতে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়বে। পশু পাখিদের সাথে আনন্দ উপভোগ করবেন। সংসারে ব্যয় হবে মাঝারি। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। জীবিকা ভাগ্য ভালো।

৪। কর্কট রাশি

শরীরের দিক বেশ খানিকটা ভোগাবে। চিকিৎসার জন্য খরচ বাড়বে। মানসিক কষ্ট পেতে পারেন। চাকরি ক্ষেত্রে সমস্যা হলেও ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে। আয়ের জন্য দিনটি ভালো। অভিনয়ের প্রতি অনুরাগ বাড়বে। পেশাগত ক্ষেত্রে বিবাদ হতে পারে।

৫। সিংহ রাশি

মানসিক চিন্তা বাড়বে। পেটের সমস্যার জন্য ভুগতে পারেন। পিতা মাতার সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। ধর্মীয় ব্যাপারে আগ্রহ বৃদ্ধি পাবে। কাজের জন্য দিনটি ভালো। নতুন চাকরির চেষ্টা করতে পারেন। ব্যবসা যাবে মোটামুটি তবে প্রচুর পরিশ্রম হবে। বাইরের লোকের কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বৃদ্ধি পাবে।

৬। কন্যা রাশি

শরীরে তেমন কোন সমস্যা নেই। তবে পেটের সমস্যা কিছুটা হলেও হতে পারে। রাজনীতির লোকেদের জন্য আজকের দিনটি খুবই শুভ। পারলে সারাদিন ব্যস্ত থাকার চেষ্টা করুন। দৈনন্দিন খরচ নিয়ে চিন্তা বাড়বে। অতিরিক্ত কথা বলা এড়িয়ে চলুন। ব্যবসা ক্ষেত্রে তর্ক করবেন না। চাকরির ক্ষেত্রে কিছুটা কষ্ট ভোগ রয়েছে। জীবিকা ক্ষেত্র মনের মত নাও যেতে পারে।

৭। তুলা রাশি

স্বাস্থ্যের দিকে শুধুমাত্র পেটের একটু গন্ডগোল হবে। শত্রুর কবল থেকে মুক্তি লাভ করবেন। ধর্মীয় কাজে দান করা আপনার জন্য শুভ হবে। চাকরির ক্ষেত্রে উন্নতি হলেও ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনরকম পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। জীবিকার জন্য একটু বেশি কাজের চাপ লক্ষনীয়।

৮। বৃশ্চিক রাশি

কীটপতঙ্গ এড়িয়ে চলুন। নাতো সেগুলি আপনার শারীরিক ক্ষতি করবে। শত্রু বৃদ্ধি হবে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা বুদ্ধির পরিচয় দিন। ক্রোধ সম্বরন করতে শিখুন। আর্থিক চাপ দেখা দেবে। কর্মস্থানে আপনাকে অন্যের কথামতো চলতে হতে পারে। পরিবারের শান্তি বজায় রাখতে খুব কষ্ট করতে হবে। পেশার স্থান আনন্দের।

৯। ধনু রাশি

সকালের দিকে শরীরে কোন প্রকারের আঘাত লাগতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে। যে কোন চিকিৎসার জন্য খরচ বাড়বে। প্রেমের ব্যাপারে শান্তি পাবেন। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তায় থাকবেন। ব্যবসার ক্ষতি নিয়ে চিন্তা হবে।

১০। মকর রাশি

কোন প্রকার আশা ভঙ্গ হতে পারে। স্বাস্থ্য ভালোই যাবে। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সামাজিক কাজের জন্য সুনাম বাড়বে। বিদেশী উচ্চ শিক্ষার সুযোগ পাবেন। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। একাকীত্ব ভালো লাগবে ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা।

১১। কুম্ভ রাশি

ঘুমের ঘাটতি হবে। ফলে শারীরিক দুর্বলতা থাকবে। অতিরিক্ত খরচ নিয়ে চিন্তা বাড়বে। যদিও পেশাগত ক্ষেত্রে দায়িত্ব এবং কাজের চাপ বাড়বে। অর্থের দিকে কিছুটা সমস্যা হবে। পড়াশোনার জন্য সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্ক ভালো কাটবে। চাকরি ক্ষেত্রে শুভ দিন।

১২। মীন রাশি

শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে। চিন্তার কারণে রক্তচাপ বাড়বে। আর্থিক চাপ বাড়তে পারে। প্রেমে বিরহ আসবে। ব্যবসার ক্ষেত্রে অন্যান্য লোকেদের থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। সংসারের জন্য খরচ বৃদ্ধি পাবে। পাওনা আদায় নিয়ে চিন্তা থাকবে। পেশার দিকে কিছুটা সমস্যা তৈরি করবে।

FREE ACCESS

Related Articles