বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটে! চলে গেলেন এই বিখ্যাত ক্রিকেটার
Bishan Singh Bedi Passed Away

The Truth of Bengal: প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটা বিষেন সিং বেদী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর বয়স। সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার ছিলেন তিনি। একই সঙ্গে ৭০-এর দশকে ভারতীয় দলকে একাধিকবার নেতৃত্বও দিয়েছিলেন বিষেন সিং বেদী। তাঁর মৃত্যু স্বাভাবিকভাবেই শোকের ছাঁয়া ক্রিকেট মহলে।
১৯৪৬ সালের ২৫ ডিসেম্বর অমৃতসরে বিষেন সিং বেদি জন্মগ্রহণ করেছিলেন। তিনি দুর্দান্ত বাঁ-হাতি স্পিনার ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭ টি টেস্ট ও ১০ টি এক দিনের ম্যাচ খেলেছেন বেদী। টেস্টে নিয়েছেন ২৬৬টি উইকেট। এক দিনের ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ৭টি। দেশের হয়ে তিনি ৬৭টি টেস্ট ম্যাচ এবং ১০টি একদিনের ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি ২২ টেস্ট ম্যাচে তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন।
ভারতের স্পিন আক্রমণের উত্থানে বড় ভূমিকা ছিল বেদীর। এরাপল্লি প্রসন্ন ও বি চন্দ্রশেখরের সঙ্গে মিলে এক শক্তিশালী স্পিন বিভাগ তৈরি করেছিলেন বেদী। সত্তর ও আশির দশকে এই ত্রয়ী ভারতীয় দলের সব থেকে বড় অস্ত্র ছিল। ২২ গজ থেকে বেদী অবসর নেওয়ার পর সুনীল গাভাস্কার ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন।
Free Access