অবৈধ সম্পর্ক রয়েছে স্ত্রীয়ের এই অভিযোগে বেধড়ক মার, থানায় অভিযোগ দায়ের হতেই চম্পট দিল স্বামী
Malda Domestic violance

The Truth of Bengal: স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে পরপুরুষের সঙ্গে, এই অভিযোগে, স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মালদা কালিয়াচক থানার পুরাতন ১৮ মাইল এলাকায়।
পুলিশ সূত্রের খবর, স্বপন কুমার মণ্ডলের সঙ্গে তাঁর স্ত্রী রাধা মণ্ডলের কয়েকদিন ধরেই বিবাদ চলছিল। রাধা মণ্ডলের মোবাইলে অজানা নম্বর থেকে ফোন আসতে থাকে, সেই সূত্র ধরেই স্বপন মণ্ডলের সন্দেহ দানা বাঁধে। তিনি মনে করতে থাকেন, পরপুরুষের সঙ্গে কোনও অবৈধ সম্পর্ক রয়েছে রাধার। বিষয়টি নিয়ে দুটি পরিবারের মধ্যে বিবাদ ছড়িয়ে পড়ে। অভিযোগ, সোমবার গণ্ডগোল চরমে উঠলে, রাধাকে বেধড়ক মারধর করেন স্বপন মণ্ডল। রাধা মণ্ডলের কথায়, স্রেফ সন্দেহের বশে, তাঁর স্বামী হাত পা বেঁধে, লাঠি হাত দিয়ে প্রচণ্ড মারধর করেন। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, রাধাকে সন্দেহবশবর্তী হয়ে এমনভাবে মারধর করা হয়, যে কপাল ফেটে যায়। দ্রুত তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ওই মহিলার চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত স্বপন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও, তাঁকে এখনও পর্যন্ত গ্রাফতার করতে পারেনি পুলিশ। সূত্রের খবর, তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এবং বধূ নির্যাতনের মামলাও দায়ের করা হয়েছে।