কলকাতা

পুজোর মুখে নাছোড় বৃষ্টি! ব্যাহত পুজো-প্রস্তুতি

Weather Update

The Truth of Bengal:পুজো এগিয়ে আসছে। প্রস্তুতি এখন তুঙ্গে। চলছে কেনাকাটা। তবে সবকিছুতে বাদ সাধছে নাছোড় বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। রাজ্যজুড়ে চলছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের কারণে আগামী ৪ অক্টোবর বুধবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পুজোর মুখে এমন বর্ষণে বাড়ছে ভোগান্তি। রবিবারের বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। রবিবার দক্ষিণের চার জেলায় ভারী থেকে অতি ভারীবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং বাঁকুড়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। রবিবারের পাশাপাশি সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের প্রায় সব জেলাতেই। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে  মালদা ও দুই দিনাজপুরে।হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা স্থলভাগের আরও কাছাকাছি এসেছে।

এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেই নিম্নচাপের জেরেই বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। তাই মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। উপকূলের জেলাগুলিতে মাইকিং করা হচ্ছে। বর্ষণের জন্য বাড়তে পারে জল। ফলে কিছু জায়গায় প্লাবনের আশঙ্কা আছে। উপকূলের সেই সব জায়গায় সতর্ক আছে প্রশাসন। যে কোনও বিপত্তি এড়াতে নেওয়া হয়েছে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা।

Free Access

Related Articles