
The Truth of Bengal: বর্ষা এলেই ওদের দেখা যায় লোকালয়ে। নদী-পুকুর যখন জল থৈথৈ হয়ে ওঠে তখনই সাপের উপদ্রব বাড়ে। সেই প্রবণতা এবার যেন একটু বেশি। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে,সিউড়ির আম্বেদকর উদ্যানে।বর্ষার মরশুম আসার পরিপ্রেক্ষিতে উদ্যানে থাকা ঘাস সহ বিভিন্ন গাছপালা বড় হয়েছে। তাতেই নজরে আসছে সাপ।
পার্কে সাপ দেখতে পাওয়ার পরই নিরাপত্তার খাতিরে সেই পার্ক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আতঙ্কিত এলাকার মানুষ। যাঁরা পার্কে আসেন তাঁরা বেশ শঙ্কিত। কেননা এই পার্কে সব থেকে বেশি খেলাধুলা করতে আসতে দেখা যায় খুদেদের। এমন পরিস্থিতিতে যাতে কোন অঘটন না ঘটে তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।
পার্ক বন্ধ রাখার পাশাপাশি সাপ খুঁজে বের করতে প্রশাসনের তরফ থেকে বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাসকে ডেকে পাঠানো হয়। তিনি দীর্ঘক্ষণ ধরে সেই পার্কে সাপের খোঁজ চালালেও অবশ্য সন্ধান মেলেনি। এই পরিস্থিতিতে আপাতত পার্ক বন্ধ রাখাই ঠিক হবে বলে মনে করা হচ্ছে। পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, ব্লিচিং পাউডার দেওয়া ইত্যাদি কাজ করার পর তা আবার খুলে দেওয়া হবে।