
নিজস্ব প্রতিনিধি: শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বাংলা। বাংলায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সংক্রান্ত তথ্য রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকই জানিয়েছে। ২০২০-২০২১ অর্থবর্ষ থেকেই বাংলায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ উল্লেখজনকভাবে বেড়েছে। বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালীন বু্দ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, শিল্প আমাদের ভবিষ্যত। যদিও সেই আশার বাণী বাস্তবায়িত করতে ব্যর্থ হয় পূর্বতন বাম সরকার। এরপর তৃণমূল সরকারের আমলে পরিস্থিতি আমূল পরিবর্তিত বলা যেতে পারে।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পেশ করা তথ্যানুসারে, ২০১৭-২০১৮ অর্থবর্ষের পরবর্তী সময় থেকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলার রথের চাকা ক্রমেই সমুখপানে এগিয়ে চলেছে, যা সুখবরই। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক বাংলায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সম্পর্কে যে তথ্য জানিয়েছে, তা যথেষ্টই আশাব্যঞ্জক বলে ওয়াকিবহাল মহল মনে করছে। ২০১৭-২০১৮ অর্থবর্ষে বাংলায় বিদেশি বিনিয়োগ হয় ১ হাজার ৪০৯ কোটি টাকা, এরপর থেকে বাংলায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে চলেছে। ২০২০-২০২১ অর্থবর্ষে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে হয় ৩ হাজার ১১৮ কোটি। ২০২১-২০২২ অর্থবর্ষে এর পরিমাণ বেড়ে হয়েছে ৩ হাজার ১৯৫ কোটি টাকা। ২০২২-২০২৩ অর্থবর্ষে বঙ্গে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে হয় ৩ হাজার ২১৭ কোটি।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্যানুসারে, ২০১৯ সালের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বাংলায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ১০ হাজার ৯০০ কোটি টাকার কাছাকাছি। বঙ্গে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ উত্তরোত্তর বেড়ে চলায় খুশি শিল্পমহলও। কেন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে বাংলা? এব্যাপারে শিল্পমহলের অভিমত, রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজিত হচ্ছে ধারাবাহিকভাবে। সেখানে দেশীয় শিল্পপতিদের পাশাপাশি বিদেশি শিল্পপতিরাও অংশ নিচ্ছেন। রাজ্যে বাড়ছে কর্মসংস্থানও। সূত্রের খবর, চলতি বছরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত।