গোল্ডেন গ্লোবে সঞ্চালকের ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া! ঘোষিত হল ৮৩তম আসরের সঞ্চালক তালিকা
সেই সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার নামও রয়েছে, যা নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের বিষয়।
Truth Of Bengal: অস্কারের পাশাপাশি সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের নজর থাকে গোল্ডেন গ্লোব পুরস্কারের দিকে। এবছরও সেই ব্যতিক্রম হয়নি। আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া ৮৩তম গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে এবার বিশেষ দায়িত্বে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। খবর অনুযায়ী, জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টসের মতো হলিউডের কিংবদন্তি তারকাদের সঙ্গে এবারের অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে থাকবেন দেশের এই গ্লোবাল আইকন।
গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোররাতে এ বছরের সঞ্চালকদের তালিকা প্রকাশ করেছে। তালিকায় দেখা গেছে জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টস, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগের মতো হাইপ্রোফাইল তারকাদের নাম। সেই সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার নামও রয়েছে, যা নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের বিষয়। কারণ, এটিই প্রথমবারের মতো কোনো ভারতীয় ব্যক্তিত্ব গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করছেন।
প্রিয়াঙ্কা বর্তমানে একদম প্রকৃত অর্থে ‘গ্লোবাল আইকন’ হিসেবে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছেন। সম্প্রতি তিনি ‘দ্য ব্লাফ’-এ জলদস্যু চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। তাই এবার গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষের এই ঘোষণা তাঁর ভক্তদের মধ্যে বিশেষ উন্মাদনা সৃষ্টি করেছে।
প্রিয়াঙ্কা ২০১৭ সালে প্রথমবার গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে পা রেখেছিলেন এবং ২০২০ সালে আবারও অনুষ্ঠানটিতে অংশ নেন। এবার ছয় বছর পর তিনি এই অনুষ্ঠানে বড় দায়িত্বে থাকবেন। এছাড়া এবারের ৮৩তম গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে আমান্ডা সাইফ্রেড, আয়ো এডেবিরি, চার্লি এক্সসিএক্স, ক্রিস পাইন, কনর স্টোরি, কোলম্যান ডোমিঙ্গো, ডাকোটা ফ্যানিং, ডেভ ফ্রাঙ্কো, ডায়ান লেন, হাডসন উইলিয়ামস, হেইলি স্টেইনফেল্ড, জেসন ব্যাটম্যান, জো কেরি, জুড অ্যাপাটো, জাস্টিন হার্টলি, ক্যাথরিন হান, কিগান-মাইকেল কি, কেভিন বেকন ও কেভিন হার্টের মতো খ্যাতনামা তারকাদের অংশগ্রহণ থাকবে।






