রাজ্যের খবর

চাকরি থাকছে ৩২ হাজার শিক্ষকের, বিচার ব্যবস্থার ওপরে আস্থা মুখ্যমন্ত্রীর

প্রাক্তন বিচারপতি ও বর্তমান ভারতীয় জনতা পার্টির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বাতিল করে আদালত ৩২ হাজার চাকরি প্রার্থীর কাজ থাকছে বলে ঘোষণা করেছেন।

Truth Of Bengal: আদালতের রায় শেষ পর্যন্ত ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকছে। বিষয়টি নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “বিচারব্যবস্থার উপরে পূর্ণ বিশ্বাস রয়েছে। ভাই এবং বোনেদের চাকরি বহাল রয়েছে” জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রাক্তন বিচারপতি ও বর্তমান ভারতীয় জনতা পার্টির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বাতিল করে আদালত ৩২ হাজার চাকরি প্রার্থীর কাজ থাকছে বলে ঘোষণা করেছেন। ‌সেই পরিপ্রেক্ষিতে প্রথম প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‌ বিচারব্যবস্থাকে সম্মান করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ‌পাশাপাশি আদালতের রাতে তিনি খুশি একথাও জানিয়েছেন। ‌

Related Articles