হাসপাতালে কুণালকে ফোন, কথার মাঝেই কেঁদে ফেললেন পার্থ
তিনি নাকি ফোনে বলেন, দলের বড় অংশ তাঁকে ভুল বুঝছে এবং তিনি কোনও অসাধু কাজে জড়িত নন।
Truth Of Bengal: বুধবার হাসপাতালে ভর্তি থাকা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ফোনে হঠাৎই কল আসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। কুণালের শারীরিক অবস্থার খবর নেওয়ার জন্যই ফোন করেছিলেন তিনি। সোমবার স্নানঘরে পা পিছলে পড়ে কুণালের ডান পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর পেয়ে পার্থ চট্টোপাধ্যায় ফোন করে জানতে চান কীভাবে দুর্ঘটনা ঘটেছিল।
কথোপকথনের মাঝেই পার্থ আবেগপ্রবণ হয়ে পড়েন বলে সূত্রের দাবি। তিনি নাকি ফোনে বলেন, দলের বড় অংশ তাঁকে ভুল বুঝছে এবং তিনি কোনও অসাধু কাজে জড়িত নন। এই প্রসঙ্গ তুলতেই তাঁর কণ্ঠস্বর কেঁপে যায় এবং তিনি খানিকটা ভেঙে পড়েন বলেও দাবি করা হয়েছে। তখন কুণাল তাঁকে শান্ত হতে বলেন এবং নিজের শরীরের যত্ন নিতে অনুরোধ করেন। পরে সাংবাদিকেরা এ বিষয়ে প্রশ্ন করলে কুণাল বলেন যে পার্থ তাঁর পায়ের অবস্থার খবর নেওয়ার জন্য ফোন করেছিলেন, কিছু বিষয়ে কথা হয়েছে, তবে সে বিষয়ে তিনি প্রকাশ্যে কিছু বলবেন না।
অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, কোন ধারায় তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, কেন একই অভিযোগে থাকা অন্য নেতাদের প্রতি দল ভিন্ন আচরণ করছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এমনকি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কেও তিনি চিঠি দিয়ে অধিবেশন কবে শুরু হবে এবং তিনি কোথায় বসবেন, তা জানতে চেয়েছেন।
এই বিষয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, পার্থবাবুর চিঠিকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তিনি জানান, “সব বিধায়ক যেদিন জানবেন, সেদিন তিনিও জানবেন। এর মধ্যে আলাদা করে বলার কিছু নেই।”






