রাইজিং স্টার এশিয়া কাপে ৩৫ বলে শতরান হাবিবুরের
এর আগে বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল পারভেস হোসেনের দখলে।
Truth Of Bengal: বাংলাদেশের ক্রিকেটে নজির গড়লেন হাবিবুর রহমান। টাইগারদের হয়ে রাইজিং স্টার এশিয়া কাপে দুরন্ত ব্যাটিং উপহার দিলেন হাবিবুর। ৩৫ বলে শতরান করলেন তিনি। এর আগে বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল পারভেস হোসেনের দখলে। ২০২০ সালে বঙ্গবন্ধু নামাঙ্কিত টুর্নামেন্টে এই নজির গড়েছিলেন তিনি। ৪২ বল খেলে শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে।
এবার হাবিবুর শনিবার কাতারের মাটিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েন। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে হংকং ১৬৮ রানের টার্গেট দেয় টাইগারদের। জবাবে ব্যাট করতে নেমে হাবিবুরের দুরন্ত শতরানের জেরে ৫৪ রান হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
ক্রিজে এসে প্রথম ওভারেই তিন ছক্কা হাঁকান হাবিবুর। পরের ওভারে হাঁকান তিনটি চারের সঙ্গে একটি ছক্কাও। হাবিবুর তাঁর পুরো ইনিংসে মোট ১০টি ছক্কা মারেন। এবং পাওয়ার প্লেতেই মাত্র ২৫টি বল খেলে ৮৮ রান করেন তিনি। তবে ম্যাচে বাংলাদেশ ব্যাটার দুরন্ত পারফরম্যান্স করলেও বোলাররা কিন্তু খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেননি। শেষ ১০ ওভারে টাইগার বোলাররা খরচ করেন ১০২ রান।






