ফের হুগলি থেকে উদ্ধার ৬০ কেজি গাঁজা
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাঁজা বাজেয়াপ্তের পরই তাকে গ্রেফতার করে পুলিশ।
Truth Of Bengal: হুগলির পান্ডুয়া ব্লক যেন গাঁজা বিক্রির নতুন আতুড়ঘর হয়ে উঠছে। ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে পান্ডুয়ার বৈঁচির বেরেলা কোচমালি বালিখাল সংলগ্ন এলাকার একটি ভাড়াবাড়ি থেকে অন্তত ৬০ কেজিরও বেশি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিশ্বজিৎ ঢালি ওরফে ছোট্টু নামের এক যুবককে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারাবাগান এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ওই বালিখাল সংলগ্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই বেআইনি মাদক ব্যবসা চালাচ্ছিল। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাঁজা বাজেয়াপ্তের পরই তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তদন্তের স্বার্থে তাকে হেফাজতে চেয়ে চুঁচুড়া আদালতে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, বিশ্বজিৎ একাই নন—এলাকায় আরও বেশ কয়েকজন এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। কোচমালি বালিখাল এলাকার বাসিন্দা মিতা ঢালি জানান, এই এলাকায় আরও অনেকেই গাঁজার ব্যবসা করে। বহুদিন ধরে এই অসামাজিক কাজ চলছে।প্রসঙ্গত, পান্ডুয়া ব্লকে গত কয়েক মাসে মাদকবিরোধী একাধিক অভিযান চালিয়েছে পুলিশ। চলতি বছরের ১০ মার্চ মণ্ডলাই ২ নম্বর বাজার এলাকা থেকে প্রায় ১০০ কেজি গাঁজাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
আবার ২২ সেপ্টেম্বর স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে বৈঁচির হরাল এলাকা থেকে এক কুইন্টালেরও বেশি গাঁজা উদ্ধার হয়।সাম্প্রতিক এই উদ্ধারকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে—মাদক ব্যবসার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কি পান্ডুয়া ব্লক? পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই পুরো চক্রের হদিস মিলতে পারে। এদিন পান্ডুয়ার বিডিও সেবন্তি বিশ্বাসের উপস্থিতিতে সরকারি নিয়ম মেনে বাজেয়াপ্ত গাঁজা নথিভুক্ত করা হয়।






