খেলা

হরিয়ানায় দুষ্কৃতী হামলায় খুন প্রাক্তন ক্রিকেটার

Truth Of Bengal: সোমবার হরিয়ানার সোনিপথে দুষ্কৃতী হামলায় প্রাণ হারালেন এক প্রাক্তন ক্রিকেটার। প্রয়াত ওই ক্রিকেটারের নাম রামকরণ। মৃত ব্যক্তি স্থানীয় এলাকায় ক্রিকেট খেলার পাশাপাশি দীর্ঘদিন ধরেই একটি ক্রিকেট কোচিং ক্যাম্পের সঙ্গে কোচ হিসেবে যুক্ত ছিলেন।

আরও পড়ুনঃ ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যা, যুবকের মৃত্য়ুতে উলুবেড়িয়ায় শোকের ছায়া

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় সোনিপথের গানাউর এলাকায় হামলাকারীরা একটি গাড়িতে করে এসে রামকরণকে লক্ষ্য করে গুলি চালায়। তারপরই গুরুতর আহত অবস্থায় ওই ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। তবে পুলিশের অনুমান কোনও পারিবারিক বিবাদের জেরেই রামকরণের ওপর হামলা করা হয়েছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পুরসভার অন্দরমহলের কোন্দলের জেরেই খুন করা হয়েছে রামকরণকে। তাঁর স্ত্রী গানাউর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের। এবং রামকরণের খুনের ঘটনায় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল লম্বু জড়িত থাকতে পারেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে সন্ধ্যার সময় এইরকম ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এবং ঘটনার খবর পেয়েই ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পরীক্ষা করা হয় সিসিটিভি ফুটেজ-ও। এবং ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বার করার জন্য ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, রামকরণের আগে বিগত বেশ কয়েকদিন আগে পঞ্জাবে প্রকাশ্য রাস্তায় খুন হয়েছিলেন এক কবাডি খেলোয়াড়। এবার সেই ঘটনা ঘটল হরিয়ানার বুকে।

 

 

Related Articles